★ফেইসবুকিও বিড়ম্বনা★
লিখেছেন লিখেছেন 'মিস্টার নাঈম' ০৫ আগস্ট, ২০১৪, ০৯:৪৮:৪০ সকাল
"ফেইসবুকিও বিড়ম্বনা"
.
ফেইসবুক জিনিষটার সাথে আমরা সবাই ই কম বেশি পরিচিত। সামাজিক সাইট হিসেবে ফেইসবুক আজ বহুল পরিচিত একটি সাইট।
আর এই ফেইসবুকেই বিড়ম্বনায় পড়তে হয় আমাদের প্রতিনিয়ত।
.
আর এইরকম একটি বিড়ম্বনার কথাই বলি......!
.
আপনার ফেইসবুক একাউন্টের সাথে আপনার রিলেটিভস দের এড আছে.....???
বেশিরভাগ ইউজারদের ই আছে রিলেটিভস দের সাথে এড...!
আর যারা রিলেটিভস দের ব্লক লিস্টে ফালাইয়া রাখছেন তারা তো আলহামদুলিল্লাহ.....! এক্কেরে মামুর বেডার মতো কাজ করছেন.... :-P
.
যাইহুক বিড়ম্বনা টার উৎপত্তি ফেইসবুক স্টেটাস নিয়ে....! :-P
.
এক পিচ্চু ভাই ফেইসবুকে স্টেটাস দিছেন....!
স্টেটাস টা এইরকম....>
"বহুদিন যাবৎ অসুস্থতায় ভুগছি। কেন যে ঠান্ডা টা লাগাইলাম। মেডিসিনে কাজ হচ্ছে না। কি যে হবে কিছুই বুজতাছি না। " >পিল্লিং চিক< **
.
উনার আসল কথা হল আজকে সকালে সামান্য ঠান্ডা লাগানোর ফলে সামান্য সর্দি হয়েছে, এখনও মেডিসিন ই খান নাই একটা।
মাগার এইদিকে ফেইসবুকে ডাক ঢুল পিটিয়ে বেড়াচ্ছেন....!
.
পিচ্চু ভাই এর লুতুপুতু স্টেটাস দেখে মামাজান আফ্রিকা থেকে, খালুজান আমেরিকা থেকে, নানাজান সাউদি আরাব থেকে, আব্বাজান ইংলেন্ড থেকে কল করলেন পিচ্চুর আম্মিজানের কাছে।
.
প্রত্যেকটি কল ধরে একটা কথাই শুনতে হল আম্মিজানকে...!
কথাটা হল "পিচ্চুর নাকি মহামারি অষুখ".....! (আসলে কিছুই হয় নি)
.
পিচ্চুর আম্মিজান তো পুরাই টাস্কি....!
.
একটা ফালতু স্টেটাসের ফলে কতটা না বিড়ম্বনায় পড়তে হল সবাইকে।
.
আর পিচ্চুর উপর যেই ডাক্কিটিকি, ডিশুম, ঢাশুম নামক বিড়ম্বনা গুলা চলছিল তা না হয় বাদ ই দিলাম......!
.
আমাদের অবস্থা পুরাই মশা মারতে কামান, বারুদ....
আল্পতেই আমরা ডাক ঢুল পিটাইয়া বেড়াই.....!
.
যার ফলে প্রতিনিয়ত পড়তে হয় নতুন নতুন বিড়ম্বনার মধ্যে...!
.
আর প্রত্যেক মানুষের ই প্রাইভেসি বলতে একটা জিনিষ আছে...! সব জিনিষ সবার কাছে তুতাপাখির মত শেয়ার কইরা নিজের প্রাইভেসি নিজেরাই হারাইতাছি আমরা ....!
আর এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী ফেইসবুক....!
.
সবকিছুর শেষে ফ্রি তে একটা উপদেশ দেই সবাইকে...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
(হাগু করেচি, মুতু করেচি, গাল প্রেন্ড কে কিচ করেচি, চিপায় বসে টাংকি মারচি, হেন তেন পেন সব জিনিষ পেইচবুকে স্টেটাস দিতে হয় না বাপু। শেষে এমন বিড়ম্বনায় পড়তে পারেন যা আপনে স্বপ্নে ও কল্পনা করতে পারেন নি কখনো....! )
.
.
[বিদ্র : উক্ত বানী ফলে আমি আবার না যেন কোনরূপ বিড়ম্বনায় পড়ি .... // :-/ :3 ]
.
হেপ্পি বিড়ম্বনা মুক্ত ফেইসবুকিং....! :-) :-)
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন