★★আমার ইফতার হল ১ গ্লাস পানি......! ★★

লিখেছেন লিখেছেন 'মিস্টার নাঈম' ১৯ জুলাই, ২০১৪, ০৭:৫২:২৫ সন্ধ্যা

★★আমার ইফতার হল ১ গ্লাস পানি......! ★★

.

অতিতের চমকপ্রদ স্মৃতি,ভবিষ্যতের রঙিন স্বপ্ন ও বর্তমানের অতৃপ্তকর অবস্থার ভেতর দিয়ে জীবনাবসান।

এই আবেগময়ি বাস্তবতা ধারন করেই মানুষ বেচে আছে। সুন্দর জীবনের রঙিন স্বপ্ন সবাই ই দেখে।

আমি তুমি এবং সবাই।'' রিক্সাওয়ালা কিংবা কোন হোটেলের একজন ক্ষুদ্র ব্যস্ত সার্ভেন্ট....!

.

হ্যা....!

.

আমি সেই ক্ষুদ্র ব্যাস্তময়ি সার্ভেন্ট এর কথাই বলছি যিনি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন ব্যাস্ততার কারণে। হয়তবা উনি ও স্বপ্ন দেখেন কোন ৫ স্টার হোটেলে বসে পরিবারের সবার সাথে বসে ইফতার করছেন।

.

রমজান মাস! ঈদের শপিং করতে গিয়েছিলাম। শপিং করতে দেরি হওয়াতে ইফতার টা কোন এক হোটেলে বসেই করতে হল।

ব্যাস্ত রেস্টুরেন্ট, ইফতার টাইমে আরও ব্যাস্ত হয়ে উঠে। সাথে সার্ভেন্টরা ও কাজে ব্যস্ত।

ওরা ব্যস্ত ইফতারি রেডি করার জন্য।

ব্যস্ত না ওরা মহা ব্যস্ত।

.

ইফতার টাইমে অনেক ভীর রেস্টুরেন্টে তার মধ্যে আরো মানুষ আসছে ইফতারি করার জন্য। আগে তো কাস্টমারদের খাওয়াতে হবে, তার পরেই না নিজের খাওয়া।

.

আদনান নামের ছোট্ট ছেলেটি ও একই

রকম কাজে ব্যস্ত। কাস্টমারদের চেয়ারে বসিয়ে টিস্যু পেপার দেয় হাত মুছার জন্য, তারপর ইফতারি পরিবেশন করে তাদের সামনে।

নিজের জন্য ইফতারি পরিবেশন না কিন্তু ওইটা কাস্টমারদের জন্য।

.

সন্ধা ঘনিয়ে এসেছে। একটু পর আযান পড়লেই ইফতার করবে সবাই।

.

সবার ইফতারি যে রেডি করছে তার নিজের ইফতার টা রেডি আছে কিনা তার খবর নেই।

.

ইতিমধ্যে আযান দিয়ে দিছে। আদনান বিস্মিল্লাহ বলে তারাহুরা করে এক গ্লাস পানি খেতে না খেতেই নতুন একজন কাস্টমারের আগমন।

.

:: এই তারাতারি আমার ইফতার টা দাও।

.

:: এই যে সার দিতাছি।

.

যথারিতি আদনান পকেট থেকে টিস্যু বের করে সারকে দিয়ে ইফতার নিয়ে আসতে গেল ঐ সারের জন্য ।

তারাহুরা করে ইফতার আনতে গিয়ে হাত ফস্কে সারের ইফতার টা মাটিতেই পড়ে গেল।

.

ঘঠনাটা মেনেজারের চোখে যাওয়া মাত্র মেনেজার আদনানের দিকে দিকে তেরে আসল এবং আদনানকে বকা বকি করা শুরু করল।

.

আশপাশের মানুষ মেনেজার কে অবশ্য বলছিল যে

"ইশ ছুট ছেলের হাত থেকে ভুলে পরে গেছে জিনিষ টা বাদ দেন তো ভাই"

.

যাইহুক! ঐ সার কে অন্য আরেকটা সার্ভেন্ট অবশ্য ইতিমধ্যে ইফতারি টা দিয়ে গেছে ।

.

মেনেজারের বকা খেয়ে আদনান কেদেই ফেলছিল।

সবার খাওয়া ও প্রায় শেষ।

.

কিন্তু আদনান.....!

আদনানের খাবার কে দেবে।

ও তো মাত্র এক গ্লাস পানি ই খাইছিল। আর তো কিছু ই খায় নাই ছেলেটা।

.

এত্ত বড় রেস্টুরেন্ট এ যেখানে সবাই পেট ভরে ইফতার করছে সেখানে এক গ্লাস পানি ছাড়া কিছুই ঝুটল না আদনানের কপালে।

.

আমাদের চোখ আছে ঠিক কিন্তু আসলেই আমরা কিছু দেখি না। আমরা নিজেরা পেট ভরে ঠিক ই খাই কিন্তু আমাদেরকে যে মানুষ টা খাবার পরিবেশন করল তার খাওয়া হয়েছে কিনা তা জানি না, একবার জানার চেষ্টাটুকুও করি না।

.

আমরা স্বার্থপর....!

হ্যা....! আমরা সবাই স্বার্থপর...!

.

.

[[বিদ্র : উপরের ঘঠনাটা আমি নিজেই বানিয়ে লেখছি। এইটা সত্য হতেও পারে, আবার না ও হতে পারে।

তবে এইটা অবশ্য ঠিক যে আমাদের দেশে অনেক মানুষকেই ১ গ্লাস পানি দ্বারা ই ইফতার করতে হয়।

আর এইখানে আদনান নাম টা অবশ্য আমি নিজেই দিয়েছি। কারো নামের সাথে মিলে গেলে একান্ত দুঃখিত........! ]]

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246125
১৯ জুলাই ২০১৪ রাত ১১:০১
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
246149
২০ জুলাই ২০১৪ রাত ১২:৪০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
246415
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৪৩
বাজলবী লিখেছেন : ঘটনাটি বানানো হলেও বাস্তবের সাথে মিল খুজে পাই। ভালো লাগলো।জাযাক অাল্লাহ খাইর।
246574
২১ জুলাই ২০১৪ রাত ০৪:৪৫
ভিশু লিখেছেন : ভালো...Happy Good Luck
246944
২২ জুলাই ২০১৪ রাত ১২:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : বানানো হলেও বাস্তব। এমন ঘটনা আমাদের চারপাশে ঘটে। সুন্দর লিখেছেন Good Luck Good Luck
251102
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৫
'মিস্টার নাঈম' লিখেছেন : ধন্যবাদ আফরা আপু :-)
251105
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৬
'মিস্টার নাঈম' লিখেছেন : ধন্যবাদ সন্ধাতারা :-)
251106
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৭
'মিস্টার নাঈম' লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই :-)
251107
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৮
'মিস্টার নাঈম' লিখেছেন : সবাইকে ধন্যবাদ পোস্ট পড়ার জন্য ও স্বাগতম জানাই আমার ব্লগে :-)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File