ভাই ৫ টা টেহা দেন...! সহাল থাইক্কা কিচ্ছু খাই নাই...!

লিখেছেন লিখেছেন 'মিস্টার নাঈম' ১৬ জুলাই, ২০১৪, ০২:৩২:৪৬ রাত

ভাই, ও ভাই ৫ টা টেহা দিবেন ভাই, সহাল থাইক্কা কিচ্ছু খাই নাই....!ভাই, ও ভাই.....!

.

:: মাফ করেন।

.

ভাই, ও ভাই ৫ টা টেহা দিবেন ভাই, সহাল থাইক্কা কিচ্ছু খাই নাই....!

.

:: ডিস্ট্রাব করো না তো, যাও এখান থেকে।

.

বাস টারমিনালের একটা স্থির বাসের জানালা দিয়ে এইরকম ই টাকা ভিক্ষা করছে একটা ছোট্ট মেয়ে ..!

.

আমি বাসের একটু পিছনের সিটে বসছিলাম।আমার কাছে টাকা চাইতে ই পিচ্চি মেয়েটার নাম ঠিকানা জিজ্ঞেস করলাম।

.

তুমার নাম কি?

.

:: মিলি।

.

তুমার আব্বু আম্মু নাই! এত্ত পিচ্চি বয়সে ভিক্ষা কর কেন?

.

:: হো ভাইজান! বাপ, মা আছে। তয় বাপ তাহা না তাহা দুই টাই সমান। যা রোজগার করে তা নেশা কইরা উরাইয়া দেয়। আর মায় কামের বেটি.. । কাজ না পাইলে মায় ও ভিক্ষা করে। সহাল থাইক্কা ঘরে খাওনের মতো কিচ্ছু নাই। ভিক্ষা না করলে খামু কি।

.

পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে মেয়েটাকে দিয়ে বললাম "এই নাও ২০ টাকা, কোন একটা হোটেল থেকে নাস্তা করে নিও"

.

:: আল্লায় আফনারে অনেক বড় করুক...!.সুন্দর একটা হাসি দিয়ে পিচ্চি মেয়েটা একদৌড় দিল...!

.

যাইহোক !! এতক্ষন বাস টারমিনালের একটা পিচ্চি মেয়ের কাহিনি বললাম...!এইরকম হাজার টা পিচ্চি মেয়ে আপনার আমার কাছে প্রতিদিন ই হাত পাতে। অকারনেই অনেকে ওদের বকা ঝকা করে। অকথ্য ভাষায় গালি গালাজ ও করে।

গালি দিলেই বা কি মুখ ফেকাশে করে আমাদের চোখের সামনে দিয়ে হেটে যাওয়া ছাড়া ওদের তো আর কিছুই করার নেই।

.

রিকশাওয়ালা যখন ভাড়া ৫ টাকা বেশি চায় রেগে মেগে অনেকেই চর, থাপ্পড় বসাইয়া দেয়।

.

এইরকম আচরন করলে লাভ টা কি হয় ভাই আপনাদের !৫ টাকা পকেট থেকে বেশি দিলে তো আর ফকির হইয়া যাবেন না।

.

আপনাদের সবাইকেই এই একটা অনুরোধ করছি...... ! দয়া করে এইসব বঞ্চিত মানুষদের সাথে খারাপ আচরন করবেন না।

.

বরং ২, ৫ টাকা বেশি পেলে ওরা এত্তগুলা খুশি হইব।

.

২, ৫ টাকা বেশি দিয়ে হয়ত আপনি হেরে গেলেন, কিন্তু জয় টা তো মানবতারই হল.......!!!

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File