কৌতুক বিষয়ে কয়েকটা হাদীসঃ
লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ২০ জুলাই, ২০১৪, ১২:৩৮:১২ দুপুর
যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলেন তারা সাবধানঃ
১. রাসূলুল্লাহ (সঃ) বলেছেন,
''যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য
মিথ্যা বলে তার জন্য ধ্বংস! তার
জন্য ধ্বংস! তার জন্য ধ্বংস!''
(সুনানে তিরমিযী, হাদীস- ৪/৫৫৭;
সুনানে আবু দাঊদ, হাদীস-
৪/২৯৭)
২. রাসূলুল্লাহ (সঃ) আরো বলেছেন,
''যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে,
কৌতুক করেনা ও মিথ্যা বলে না,
তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি
বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম।''
(সুনানে আবু দাঊদ, হাদীস-৪/২৫৩)
৩. নবী করিম (সঃ) আরো বলেছেন,
''একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার
জন্য এতোটুকুই যথেষ্ট যে, সে যা
শুনবে তাই বলবে।''
(সহীহ মুসলিম, হাদীস- ১/১০)
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন