মক্তব থেকে এসে খলীফা উমারের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ২০ জুলাই, ২০১৪, ০৩:৪৭:১৫ রাত

মক্তব থেকে এসে খলীফা উমারের

ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।

উমার (রা) তাকে টেনে জিজ্ঞাসা

করলেন, কাঁদছ কেন বৎস?

ছেলে উত্তর দিল,

“সবাই আমাকে টিটকারী দেয়।”

বলে, দেখনা জামার ছিরি, চৌদ্দ

জায়গায় তালি।

বাপ নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা,বলে ছেলেটি তার কান্নার

মাত্রা আরো বাড়িয়ে দিল।ছেলে কথা

শুনে উমার (রা) ভাবলেন কিছুক্ষন।

তারপর বাইতুল মা’লের কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন,

“আমাকে আগামী মাসের ভাতা

থেকে চার দিরহাম ধার দেবেন ?”

উত্তরে কোষাধ্যক্ষ তাঁকে লিখে জানালেন,

"“আপনি ধার নিতে পারেন।

কিন্তু কাল যদি আপনি মারা যান

তাহলে কে আপনার ধার শোধবে ?”

উমার (রা) ছেলের গা-মাথা নেড়ে

সান্ত্বনা দিয়ে বললেন,

"“যাও বাবা, যা আছে তা পরেই

মক্তবে যাবে। আমাদের তো আর

অনেক টাকা পয়সা নেই।

আমি খলীফা সত্য, কিন্তু ধন সম্পদ

তো সবই জন সাধারণের।""



আমরা সেই সে জাতি!

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246185
২০ জুলাই ২০১৪ রাত ০৪:০১
কর্ণেল কুতাইবা লিখেছেন : এখন কি আর মুসলমান তাদের পূর্বের ইতিহাস মনে করে? যদি করতো তাহলে আজ তাদের এ অবস্থা হতো না।
246190
২০ জুলাই ২০১৪ রাত ০৪:৩৮
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,কিন্তু আমরা ভুলে গেছি সব...
246195
২০ জুলাই ২০১৪ সকাল ০৬:০০
একান্ত একাকীত্বে লিখেছেন : আসলেই আমরা ভুলে গেছি আমরা কোন সে জাতি।ধন্যবাদ
246202
২০ জুলাই ২০১৪ সকাল ০৭:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : এই কাহীনিটা কতটুকু সত্য ?
246801
২১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
সাদিক মাহমুদ লিখেছেন : এটি সত্য ঘটনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File