বাংলাদেশের নারীবাদিরা রোকেয়ার দিকে যায় নাই, এরা যাচ্ছে পনো‍র্গ্রাফি উস্কে দেয়া পশ্চিমা তরিকার দিকে

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ২৭ জানুয়ারি, ২০১৬, ১০:১১:০৩ সকাল

নারী বিষয়ে ঠাকুরের কুসংষ্কার ও পশ্চিমা নারী-স্বাধীনতার বিকার:

ইংরেজিতে রবীন্দ্রনাথ পড়া এতো বিনোদনের হইতে পারে আগে বুঝি নাই। আমাদের দেশে যারা রবীন্দ্র ব্যবসায়ী এবং পূজারী তিনারা মোটা দাগে প্রগতীশীল, নারী স্বাধীনতার ব্যাপারে সোচ্চার। এমনকি বাংলাদেশের নারী বিষয়ক কাজের সাথে যতগুলা এনজিও জড়িত, নানান বিষয় নিয়ে কাজ করে- তার সবাই মুটামুটি ঠাকুরময় মানে রবীন্দ্রভক্ত বা অনুসারী। অথচ এই ঠাকুর যে মতামত দিয়েছেন তাতে নারীদের কোন ভবিষ্যত নাই। মানে ঠাকুরের কথা মতো দেখা যাচ্ছে ভবিষ্যতের সাথে নারীর কোন সম্পর্ক নাই । নারী কেবল সম্পর্কীত অতীত ও বর্তমানের সাথে। আর পরুষরা বর্তমানের সাথে ভবিষ্যতের যোগ তৈরি করেন। ঠাকুর নারীদের সম্পর্কে এমন কুতসিত করে ভাবত এটা কি ঠাকুর পূজারীরা বিশ্বাস করবেন? বইটা পেঙ্গুইন থেকে বের হইছে। আমি একটু শস্তায় পায়া কিনছি। লাইটা তুলে দিচ্ছি।

"Women are the bridge between the past and the present; men are the bridge between the present and the future."

- RABINDRANATH TAGORE ( দ্যা নেকটর অব লাইফ নামের সংকলন থেকে, পৃষ্ঠা ১৬৫)

এরই মধ্যে আরও একটা মজার বই পড়তেছি, বইটার নাম,"Women on Top( Real women's hottest fantasies)" by Nancy Friday.

লেখিকা যে খুব দার্শনিক টাইপের কথা-বার্তা কইছে তা না । খুব ক্যাজুয়াল একটা বই। তবে পশ্চিমে ১৯৬০ দশক ও এর পরের যৌন স্বাধীনতার আন্দোলনের ফলে নারীদের অবস্থার যে খুব উন্নতি হয় নাই তা বেশ সরল ভাবে, আবেগ দিয়ে তুলে ধরেছেন। বিশেষ করে নারীদের যৌনতার ব্যাক্তিগত ফ্যান্টাসি কি ভাবে তাকে নানান সংকটে ফেলে তার অনেক সাংবাদিকী বয়ান বইটাতে আছে। পরে এটা নিয়ে কথা কমু নে। তো বাংলাদেশে যারা নারী স্বাধীনতার কথা কয় এরা পশ্চিমা ছক ধরেই কথাটা কয়। আমাদের দেশের প্রেক্ষিতে বিষয়টা ভেবে দেখার রেওয়াজ শুরু হয়নি বুদ্ভিজিবি মহলে। ফলে অবস্থার উন্নতির সাথে পাল্লা দিয়ে অবনতি হচ্ছে।

যৌনতা ও ভুমি দুই দিক থেকে স্বাধীন দেশগুলোতেও ধর্ষণ প্রায় প্রতি দিনের( মুহূর্তও বলা যায়) ঘটনা হয়ে গেছে। খোদ পশ্চিমা সমাজেও এটা বাড়ছে বই কমছে না । তো এমন পরিস্থিতিতে নারীবাদিরা ধর্ষণের সাথে আনন্দের সম্পর্ক নিয়ে ভাবতেছে! যেহেতু এটা বন্ধ করা যাচ্ছে না। বুঝেন অবস্থা? লেখিকা অনেক মজার মজার কেইস স্টাডি দিছে। একটা একটু কোট করি। ধর্ষনের পরে এক মেয়েকে তার মা বেশ বকাঝকা করছে। তখন মেয়েটা বলছে,



"This pleasure is not my fault! I am still a nice Girl, Mom."

বুঝেন অবস্থা, একটা সমাজ কি পরিমান অসুস্থ হলে ধর্ষণের মতো ভয়াবহ এক অপরাধকে আনএসপেকটেড আনন্দ মনে করতে পারে??

আমি বারবার বেগম রোকেয়ার কথা ভাবি। হায় বাংলাদেশের নারীবাদিরা রোকেয়ার দিকে যায় নাই। এরা যাচ্ছে পনো‍র্গ্রাফি উস্কে দেয়া পশ্চিমা তরিকার দিকে। রোকেয়া পর্দা নিয়ে লিখেছেন। 'বোরকা' নামে উনার অসাধারণ লেখা আছে। কে এদের বুঝাবে যে মানুষের শরীরে স্বাধীনতার চিহ্ন থাকে না। তাইলে সবাই ন্যাংটা থাকত হয়ত। স্বাধীন হতে হয় মনে-প্রাণে। হেজাব দিয়ে পরাধীনতা আর বিকিনি দিয়ে স্বাধীনতা মাপা যায় না।


সোর্স - Rezaul Karim Rony

বিষয়: রাজনীতি

১৭৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357783
২৭ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৫৮
অপি বাইদান লিখেছেন : হুমম!! নবী মোহাম্মদের গৃহপালিত বিবিদের যৌন জীবন অনুসরণ করতে হবে!!!!
357792
২৭ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৩
বিবর্ন সন্ধা লিখেছেন :

হা হা হা

নবী মোহাম্মদের গৃহপালিত বিবিদের যৌন জীবন অনুসরণ করতে যাবেন কেন ?? Surprised Broken Heart

চলেন , আমরা মাঠে ছারা গরুর মত ,ভেরাইটিস ষাড়ের সাথে যৌন জীবন অনুসরণ করি Tongue

যা হবে ,
পরাধীনতা নয় স্বাধীনতার যৌন জীবন Cool Music
357851
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রবিন্দ্রনাথ ঠাকুর এর মতামতটি কিন্তু দার্শনিক দিক দিয়ে সঠিক। নারিবাদি দিক দিয়ে না হলেও!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File