একজন নারীর জন্য পোস্ট দিচ্ছেন? কতিপয় ছেলের জন্য পোস্ট লিখছেন? - আর তোমরা ছিলে জাহান্নামের একদম প্রান্তে - সূরা আলে ইমরান (কিন্তু আল্লাহ কি তুলে আনেন নি? আবার কি জাহান্নামে যেতে চাও?)
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৯:৩০ সকাল
ফেইসবুক আমাদেরকে শাসন করছে আমাদের মনের কোনে জমে থাকা সাবকনশাস মনকে । আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। কিন্তু ইসলাম পালন করার জন্য আপনাকে অবশ্যোই ইসলাম জেনেই পালন করতে হবে। আল্লাহ তাঁর প্রিয় রাসূল (সা) কেও সেভাবেই বলেছেন।
বলুন এটাই আমার পথ আর আমি মানুষকে ডাকি স্পষ্টতার সহিত - সূরা ইউসুফ(১০৮)
আল্লাহ তা'য়ালা আমাদের কোরআন ও সুন্নাহ দিয়েছেন এর গাইডলাইন হিসেবে কিন্তু আমরা যখই ইসলামী শিক্ষা থেকে সরে গিয়েছি, সিলেবাসের কতিপয় বইকে আমাদের চলার গতিপথ করে নিয়েছি এবং ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলেছি যথেষ্ট পড়া হয়েছে, আর কি দরকার, পোস্ট পেয়েছি এক ক্ষমতার- ধংস সেখান থেকেই শুরু। কারণ যুগের সাথে কতিপয় সিলেবাসের মাঝে বর্তমান যুগ নেই, নেই ইসলামের সাথে সমসাময়িক শয়তানের কারসাজীর ব্যাখ্যা; যার ফলে আমরাও শয়তানের ধোকাতে পতিত হচ্ছি বারবার।
অথচ আল্লাহ বলেছেনই দিয়েছে “এই পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় আর সমস্ত সমুদ্র যদি কালি হয় তবু তাঁর গুন ও প্রশংসার কিঞ্চিত লিখতে সমর্থ হবে না, এবং আরো সমপরিমাণ আনলেও”
কিন্তু আমরা সিলেবাসের কতিপয় বইকে জীবনের আরাধ্য করে নিয়েছি, যেন আমাদের ধ্বংসকে আমরাই অতীতকালের সাথে বেধে নিয়েছি...অথচ বর্তমানেও অনেক স্কলার আছে যাদের কাছে আমরা আল্লাহর পথের যুগের সাথে মিলিয়েই পাবো।
বর্তমানে ফেইসবুক ও অনলাইনের ইসলামপন্থিদের অনেকেই নিয়তের বিশুদ্ধতা নিয়ে আসলেও তারা ইসলাম নিয়ে যথেষ্ট ও গভীর পড়াশুনার অভাবে নিয়তকে নষ্ট করে ফেলছে। বিপরীত লিংগের লোকদের সংখ্যা যখন আইডিতে বৃদ্ধি পাচ্ছে, তখন থেকেই নিয়ত আল্লাহ থেকে সরে গিয়ে ঐ বিপরীত লিংগের লোকদের প্রশংসা কোড়ানোর জন্য দেওয়া হচ্ছে – অথচ আধুনিক ডাইমেনশে শয়তানের ধোঁকা, ও ইসলামের ব্যাখ্যাকে ভালো করে ও বেশি পরিমাণে জানলে হয়ত এর মাঝে পতিত হতো না।
এগুলো একটু দেখে নিতে পারেন আবার – কারণ আপনার নিয়তের উপর আপনার জান্নাত কিম্বা জাহান্নাম নির্ধারিত...।তাহলে একটিবার ভেবে দেখুন – আপনার পোস্ট ইসলামিক কিন্তু কারো সাথে কমেন্টে দ্বিমত হলে মন্দ ব্যবহার করেন কেন? পোস্ট দিচ্ছেন আল্লাহর জন্য কিন্তু কমেন্টে আল্লাহর দাওয়ার মূলনীতি না মেনে আপনি কেন রাগ ঝাড়ছেন? – ইসলাম আজো ভেতরে প্রবেশ করে নি...একটূ ভাবুন, একটু চিন্তা করুণ, একটু ভাবুন আপনার জান্নাত বা জাহান্নামের কথা – এগুলোই তো আপনার পাথেয় হবে তাই না?
--
সকল কাজের প্রতিফল কেবল নিয়্যাতের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তিই নিয়্যাত অনুসারে তার কাজের প্রতিফল পাবে। ---- (বুখারী ও মুসলিম) ,রিয়াযুস স্ব-লিহীন : হাদিস ১
হযরত আবু হুরাইরা (রা) বর্ননা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য আরোপ করেন। ----(মুসলিম)
সুতরাং পোস্ট দেওয়ার আগে আরো একটু ভাবুন, একটু চিন্তা করে নিন, নিয়তকে বিশুদ্ধ করে নিন। সমস্যা হলে অনলাইন থেকে দূরে থাকুন, ইসলাম নিয়ে পড়াশুনা করুন, রিয়াদুস সালেহীন পড়ুন ভালো করে, আল্লাহর সাথে সালাতের মাধ্যমে সম্পর্ক তৈরি করুন, সেটাও করুন সালাত নিয়ে ভালো কোন বই পড়ে যাতে সালাতকে সুন্নাহ অনুযায়ী পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন।
আপনার পূর্ণ জীবনের অর্জন বা ব্যর্থতা হতে পারে অনলাইন বা ফেইসবুকের রিয়া-লোকদেখানো ইবাদাহ। কারণ যেই ইবাদাহ হওয়া উচিৎ ছিল একমাত্র আল্লাহর জন্য, তা হয়েছে নগন্য মানুষ কেন্দ্রিক - সুতরাং বিখ্যাত হওয়ার নিয়ত ছাড়ুন, বেশি ভিউ এর জন্য নিয়তকে নষ্ট করবেন না -
বরং তোমরা পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দাও, অথচ আখেরাতের জীবন উত্তম ও স্থায়ী- সূরা আ'লা
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লাগল লেখাটি।
জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ আমাদের এ থেকে হেফাযত করুন...।
উপকারী সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন