রাসূল সা এর নামে যা খুশি তাই বলতে পারে এখানে - কেন? দুটি বিকল্প পদ্ধতিতে সমাধান নিশ্চিত
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১২:১৬ সন্ধ্যা
ইগনোর করলেই হয় - এরকম আমি বলেছিলা্ম কিন্তু আমাদের আইডি ডিলিট করার ক্ষমতা নেই বলেই তো বলেছিলাম, তাই না? কারণ কয়টা উত্তর করবেন আপনি? ১০ টা , ২০ টা - বিশটা শেষ হওয়ার পর আবার দেখবেন সে ১ নাম্বার প্রশ্নে চলে গেছে। হি হি ।
যে সব পোস্ট ইসলাম বিদ্বেষীরা দেয় সেগুলোর কিন্তু সঠিক রেফারেন্স নেই, নেই যৌক্তিকতা - তারপরেও কেন তারা এগুলো করেন? কারণ ইসলাম বিদ্বেষিতা।
সত্যকে গ্রহন করার পদ্ধতি আছে, বুঝতে পারবেন কে সত্যকে গ্রহন করতে চায় । এখানে বিবেচ্য বিষয় হল ‘চিন্তা’ । যারা এগুল পোস্ট দেয় তাদেরকে ইসলামের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও লাভ নেই, নেই কোন আধ্যাত্বিক বা উত্তম ঘটনাসমুহের বর্ণনা দিয়েও।
রাসূল সা এর সময় তিনি তিনজন ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন তাঁর নামে মিথ্যা ও গালিগালাজের জন্য। একজনকে হত্যা করা হয়েছিল আর দুইজন ক্ষমা চেয়েছিল- রাসূল সা তাদের ক্ষমা করেছিলেন। অর্থাৎ তাদেরকে দুনিয়া থেকে ডিলিট করেছিলেন। সাহাবারাই এটা করেছিল যারা আল্লাহকে ভালবাসত সূরা আলে ইমরানের আয়াত দ্ব্বারা – বল হে নবী – তোমারা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তাঁর রাসূলের অনুসরণ কর, তাহলে তিনি তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন।
আইডিওলজির ক্ষেত্রে ইসলাম কখনই ছাড় দেয়নি, দেয়নি প্রিন্সিপাল এর ক্ষেত্রেও। কিন্তু মডু সাহেবরা পলিটিক্যাল কারণে মনে হয় আইডিওলজিকে তুষের মত ছুড়ে ফেলে দিতেও পিছপা হন না...
তাই আমাদের সামনে দুটি সমাধাণ রয়েছে আজ –
1. এদেরকে(মিথ্যাবাদীদের)ব্যান করে একে সুন্দর একটা প্ল্যাটফর্ম হিসেবে ফিরিয়ে আনা
2. নতুবা যারা রাসূল সা – এর মর্যাদার কোন দাম দেয়না, সেই ব্লগকে বর্জন করা – এক্ষেত্রে বিকল্প হতে পারে - http://lighthouse24.org/blog
আসুন এখানে আলোচনা করি... লাইটহাউজে একাউন্ড খুলেই আলাপ করা যেতে পারে যদি এখানে আমাদের এই আলাপকে মডু ব্যান করে দেয়- তাই লাইট হাউজে চোখ রাখার অনুরোধ রইল – সাথে আলাপ চালাতেও পারেন। কেউ উদ্দ্যগ নিলেই হবে- এখানকার অনেকেই সেখানেও আছে।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন