নিউজপেপারে দেখি দুইবার, ফেইসবুকে কয়েকশবার, আবার ব্লগেও কয়েকবার? – মডু ভাইরা অনন্তকালের ঘুমে? আর আমরা?
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ৩১ আগস্ট, ২০১৪, ০৮:০৩:৫১ রাত
একই জিনিস হাজার বার দেখতে ভালো লাগে না। শুধুমাত্র এই একটি ব্লগ ই এক কাজের জন্য নোবেল পাইতে পারে, পারে আমাদের বিবেকহীনতার জন্যও নোবেল। ভাইরে, কেন কর এইসব?
কয়েকশতবার একটা পোস্ট দেখার পরো এই পোস্ট আবার ব্লগে দেওয়ার কোন দরকার আছে?
আপনার ভিউ লাগে বেশি?
আপনার কেউ নাইক্কা শোনার?
...নাকি আমাদের বিবেকহীনতার অভাব?
কনফিডেন্সের অভাব?
ক্রিয়েটিভ লেখার অভাব?
নাকি এডভারটাইজ করেন ভাই?
............এখন কি আমরা থাকতে পারি না?...ব্লগটা বিচ্ছির হওয়ার একটা কারণ এইটা...খুবই বিচ্ছির লাগে এইসব নিউজ দেখলে...শতবার...তাও অন্য জায়গায় দেখার পরে...
হে আল্লাহ, যদি আমার ক্ষমতা থাকত, এদের প্রত্যেকরে আমি কাতুকুতু দিয়া মাইরালাইতাম, অথবা আত্মহত্যা গাছের বড়ি খাওয়াইতাম.।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মডু মামারা সম্ভবত কুম্ভকরণের মতো "খাইতে চাই, ঘুমাইতে চাই" বর প্রাপ্ত হয়ে মহাআড়ম্বে ঘুম দিয়েছে। ঢোল-ঢাক-নাগাড়া ছাড়া উঠানো সম্ভব নয়। আসেন সকলে মিলে ওনাদের হট ওয়াটার বাকেট থেরাপী দেই (গরমকাল তো, তাই আইস বাকেট দিলে আরামে আরো বেশি ঘুম আসবে। তাই ভিন্ন ব্যবস্থা)
মন্তব্য করতে লগইন করুন