দুই হাজার ভিউ/লাইকের চাইতে একটি আমল ই লক্ষগুণ বড় – আমরা কি প্রডাক্টিভ হতে পেরেছি ??

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৮ আগস্ট, ২০১৪, ০৯:২৭:১৫ সকাল

বিসমিল্লাহির রাহমানির রাহীম





আমরা অনেকেই গল্প লিখি, গল্পটি অবশ্যই চমৎকার। এই চমৎকার গল্পটিতে এমন জিনিস লিখি যা একদিন-বা দুই দিনের আবেগকে নাড়া দেয়। কিন্তু তারপর? তারপর? তারপর কি কিছু ভেবে দেখেছেন?

কতটুকু শ্রম দিয়েছেন গল্পটী লিখতে?

কতটুকু ভ্যালু মানুষের মাঝে দিতে পেরেছ?

গল্পে আমালের বিষয় রয়েছে কি না যা আপনি সদকায়ের জারিয়া হিসেবে পেতে পারেন?

যদি না থাকে তবে কিসের জন্য লেখলেন?


স্রেফ চমৎকার গল্পের বাহবা কুড়ানোর জন্য?...অন্য কথায় সেলেব্রিটি হওয়ার জন্য, একজন চমৎকার ব্লগার বলবে লোকে – এইসব স্বল্প সময়ের খ্যাতিই তো আপনার চাওয়া, তাইনা?

কিন্তু আপনি কি আপনার দেওয়া শ্রমের বিপরীতে আপনার প্রাপ্তি কি খুবই নগন্য নয়?



অথচ এই সময় আপনি

বেহেশতে শত শত বৃক্ষরোপন করতে পারতেন(“লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ” বলে),



আখেরাতের পাল্লায় সর্বাপেক্ষা ভারী জিনিস রাখতে পারতেন “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে,



অথবা মিজানের পাল্লায় এমন দুটি কালেমা পড়তে পারতেন যা মুখে উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় অধিক ভারী “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আজীম”



অথবা যেই দরুদ এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ মুহাম্মাদ (সা) এর উপর দরুদ পড়েন যা আপনি একবার পড়লে আপনার উপর দশবার দরুদ আসবে !!



অথবা এই সময়ে অনেক প্রডাক্টিব কাজে খাটাতে পারতেন...আপনার নিজের জন্য, অথবা ভালো কোন লেখা আমাদের অনুবাদ করে দিতে পারতেন যেগুলো বর্তমান মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ।



সুতরাং দুনিয়ার এই সস্তা খ্যাতির মুহে পড়ে আমরা যেন রিয়ায় পতিত না হই, আমাদের নিয়াত যেন কলুষিত না হয়, আমরা যেন কারাপ্ট হয়ে না পড়ি।

তাই আসুন, আজ থেকে যাই লিখি তা যেন আমাদের অধিক পরিমাণ সাদাকায় রুপান্তরিত হবে এরকম কিছু লিখার চেষ্টা করি। একটু যেন চিন্তা করি কি লিখব, কেন লিখব, সেটাতে আমার সময়ের সাথে কতটুকু ভ্যালু ও সাওয়াব দিবে।

আল্লাহ আমাদের স্বল্প সময়ের এই জীবনে বারাকাহ(Unexpected increase in short time)দিন।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255440
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫১
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
আমার একান্ত মনের কথাগুলো লিখলেন। অনেকদিন থেকে ভাবছিলাম, এই ব্যাপারে দুকলম লিখব, আপনি লিখছেন। আর দরকার নেই। এখন আমরা সবাই সঠিক টা বুঝলেই হয়।
255448
১৮ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৪
বুড়া মিয়া লিখেছেন : অত্যন্ত যুক্তিসঙ্গত আবেদনময়ী লেখা লিখেছেন, সাদকায়ে জারিয়া হয়ে যাবে আশা করা যায়।

ধন্যবাদ আপনাকে।
255460
১৮ আগস্ট ২০১৪ সকাল ১১:০৭
কাহাফ লিখেছেন : من دل على خير فهوكفاعله..... ভাল কাজের দিশারী,কাজটা আদায় করার মত সোয়াব পায়। আপনার জন্যেও এই দোয়া করি ভাই.......।
255463
১৮ আগস্ট ২০১৪ সকাল ১১:২২
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
255470
১৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৯
হতভাগা লিখেছেন : http://quraanshareef.org/index.php?sid=13&&ano;=43&&st;=15&&arabic;=
সূরা রা'দ এর ২৮ নং আয়াত দ্রষ্টব্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File