কোরআনের পোস্টে লোক নাই, বিয়ের পোস্টে অভাব নাই! কাকে দরকার আমাদের?
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৭ আগস্ট, ২০১৪, ১০:৫৬:১৫ সকাল
উমার (রা) একটি খেজুর খেয়ে তাঁর বীজ ফেলে দিলেন। রাসূল (সা) কে জিজ্ঞেস করলেন এ সম্পর্কেও কি আমাকে জিজ্ঞেস করা হবে? রাসূল (সা) বললেন হ্যা, এই খেজুরের বীজ সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করা হবে হাশরের ময়দানে।(ওয়া আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস – এর ব্যাখ্যা)
আর আমরা এই ফেইসবুক/ব্লগ কত ব্যবহার করি, কত মূল্যহীন কাজেও ব্যবহার করি অথচ আমাদের এই জীবনের সমষ্টির সময়কে আরো উন্নত ও ভালো কাজে ব্যবহার করা যেত।
গত কয়েক মাসে এই ব্লগে যা লক্ষ করলাম তাতে আমি ইসলামপন্থীদের নিয়ে শংকিত। কেন?
কোরআনের উপর কয়েকটা অত্যন্ত উচুমানের পোস্ট দেখেছিলাম(এর মাঝে দু’টি আমার প্রিয়তে আছে)। আরো বিয়ের উপর পোস্ট দেখেছি অনেকগুলো।
বাসর ঘরের ভেতরের পোস্টে দেখলাম ভিউ আছে এক হাজারের উপরে আর কোরআনের উপর পোস্টে ভিউ আছে দেড়শত এর মত !!! আমরা মুসলিম!!
আমরা যার কাছে গেলে সবই পাবো সেই আল্লাহর কাছে যাই না, সেই আল্লাহকে জানতে, তাকে মানতে যেই অসাধারণ গাইডলাইন দিয়েছেন তাঁর কাছে যাই না...আমরা আজ বিয়ের পোস্টে হুমড়ি খেয়ে মরি।
এটাই তাওয়াক্কুলের অভাব। আল্লাহর বাণী আমাদের ভালো লাগে না...তাহলে জান্নাত চেয়ে লাভ কি? দুনিয়ার যেটুকু ভালো লাগে সেটাই দেখুন না।
অথচ আমরা আল্লাহর কাছে গেলে সূরা বাকারা অনুযায়ী দুটিই চাইতে পারি...দুনিয়া ও আখিরাতের কল্যাণ। কিন্তু আমরা দুনিয়া চাচ্ছি আর তাই দুনিয়া ও আখিরাত দুটিই হারাচ্ছি।
আমরা যদি আমাদের নিজেদের মাঝে ইসলাম কায়েম করতে না পারি তবে এই সমাজে ও রাষ্ট্রে ইসলাম কায়েম অসম্ভব।
বিয়ের এমন পোস্টও দেখলাম যা কিছুক্ষণ আবেগকে স্বপ্নের মাঝে নিয়ে উড়ে বেড়ায়, এই আবেগের বসে এগুলো সাময়িক উত্তেজনামাত্র। আর আল্লাহর কোরআনের কাছে রয়েছে অনন্ত জীবনের প্রশান্তি, আল্লাহর সন্তুষ্টি, রয়েছে জীবনের পাথেয়।
আমরা কোনটা নেব?, আমাদের এই স্বল্প জীবনের জন্য সস্তা আবেগের কাছে নিজেকে সপে দিব নাকি আল্লাহর পানে ফিরে গিয়ে তার সন্তুষ্টির কাছে মাথা নত করে দুজীবনের কল্যাণ ই হাসিল করব?...
সিদ্ধান্ত আপনার, নিয়ত আপনার কিন্তু আল্লাহ কারো উপর জুলুম করবেন না, আপনার নিয়ত অনুযায়ী ফয়সালা করবেন। এতে আপনার লোকানোর কিছু নেই, নেই বাহানার কিছু । এই দুনিয়ার মানুষের কাছে লোকাতে পারেন কিন্তু আল্লাহর কাছে কিছুই লোকাতে পারেন না কারণ আল্লাহ সব জানে...যদি বাহানা করেন তো দাউদ (আ) এর লোকদের কথা একটু ভাবুন, তাদের বাহানা তাদেরকে অদম বানরে পরিণত করেছিল(কুনু কিরাদাতান খাসিয়িন)...
নিয়তের অপরিশুদ্ধগতার জন্য সর্ব প্রথম মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে আর ভালো নিয়তের জন্য আল্লাহ ততক্ষণাত সওয়াব লিখে দেন।
আমরা কি আল্লাহকে প্রাধান্য দিবো?, তাঁর কাছে সব আছে নেব? তাঁর কোরআনের কাছে ফিরে যাবো?
এই দুটি পোস্ট কোরআনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পালটে দিয়েছে, আল্লাহর বাণী এত গভীর, এত নিপুন, এতটা হিকমাপূর্ণ, এতটা হৃদয়ে সাড়া জাগাতে পারে, এতটা হেদায়েতপূর্ণ, তা জানতাম না। একটু ধৈর্য ধরে ট্রাই করেন না- এই ধৈর্য, এই জ্ঞানার্জন এর অধ্যবসায় সবি তো সওয়াব , সাথে জ্ঞানার্জনের পথে যা হাদীসে জান্নাতের পথে বলা হয়েছে সেখানে চলুন। জান্নাতের পথে আমরা কি চলতে ট্রাই করবো আজ থেকে?
পোস্ট দুটি.।
কোরআনে ভাষাতাত্ত্বিক মুজিজার উপর একটি লেকচার, ৭০ জন মুসলিম হওয়া , একজন নুমান আলী খান এবং তাঁর অসামান্য অবদান
কোরআনের কথাঃ আল-কোরআনের উপর বাংলা ভাষায় অসাধারণ আলোচনা; আধুনিক, প্রাসঙ্গিক, যৌক্তিক, যুক্তিখন্ডন, যুগোপযোগী, গভীর ও পূর্ণ কোরআনেই মুজিজার অসংখ্য দৃষ্টান্ত
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুরআনের পোষ্ট গুলোকে কিভাবে আরো ভাল করা যায় সেই ভাবে মন্তব্য করে পরামশ দিলে যেন আরো ভাল হবে।
এতে যে লিখবে তার লেখার ত্রুটি বিচ্যুতি দুর হবে ও লেখার আগ্রহ বাড়বে অন্যদিকে আমাদেরকে অনেক বিষয় জানা হবে।
ধন্যবাদ এহতেসাবের মাধ্যমে বিষয়টা নজরে আনার জন্য।
তবে ইমানদাররা ঠিকই পড়ে।
জাজাকাল্লাহু খায়রান।
ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছি দিন-কে দিন!
ইমরান ভাই লিখেছেন : কোরআন ও হাদীসের প্রতি মানুষের আকর্ষন কম হবে কেননা মানুষকে শয়তান চায় এই দুই রত্ন থেকে দুরে রাখতে।
তবে ইমানদাররা ঠিকই পড়ে।
ইমরান ভাই লিখেছেন : কোরআন ও হাদীসের প্রতি মানুষের আকর্ষন কম হবে কেননা মানুষকে শয়তান চায় এই দুই রত্ন থেকে দুরে রাখতে।
তবে ইমানদাররা ঠিকই পড়ে।
এই ব্লগে আবিয়াইত্যা পোলাপান প্রচুর । আরও আছে প্রচুর জান্নাতি মেয়েদের আনাগোনা ।
আজকালকার পোলাপানরা বিয়া করতে চায় জান্নাতি মেয়েদের আর ব্লগেও অনেক জান্নাতি আপু আছে যারা প্রায়শই নিজেদের প্রষ্ফুটিত করে তোলে তাদের বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ।
জান্নাতি মেয়ে পাওয়া যেমন দুষ্কর তেমনি দুষ্কর সত ছেলে পাওয়াও ।
কিন্তু টুডে ব্লগ হচ্ছে জান্নাতি মেয়ে ও সত ছেলেদের প্ল্যাটফর্ম ।
তাই এখানে বিভিন্ন কথার মাঝে যদি জান্নাতি মেয়ে/সত ছেলে পাওয়া যায় জীবন সাথী হিসেবে - তাই টুডে তে বিয়ে নিয়ে এত পোস্ট ।
কয়েকদিন আগে তো মাস দুয়েক ব্যাপী একটা কনটেস্টও হয়ে গেছে এ নিয়ে ।
আপনি বাংলাদেশের আর কোন চলতি ব্লগে এরকম বিয়ে নিয়ে ঘন ঘন পোস্টও পাবেন না আর জান্নাতি মেয়ে/সত ছেলেও পাবে না ।
ভাউ , আর কৈয়েন না । থঅ্যাাংকু ।
মন্তব্য করতে লগইন করুন