লাইক ও ভিউ বেড়ে যাওয়ার সাথে নিয়তের বিশুদ্ধতা নষ্ট হচ্ছে, অনলাইন থেকে সাওয়াব ফেরেশতাদের খাতায় যাচ্ছে না...
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৪ আগস্ট, ২০১৪, ০৮:০০:৪৬ রাত
অনলাইনে দীর্ঘদিন থাকার সুবাধে অনেক কিছুই লক্ষ করলাম...লাইক কম থাকার সময়ে অনেক সুন্দর ব্যবহার করত, দ্বিমত পোষণ করলেও ভাল ব্যবহার করত কিন্তু লাইক/ভিউ বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ইসলামী পোস্টে অনৈসলামিক ও মন্দ ব্যবহারের শিকার হয়েছি...অথচ রাসূল সা বলেছেন “আমি মানব চরিত্রের পূর্ণতা সাধনের জন্য আবির্ভূত হয়েছি”
এই চারিত্রিক কারণেই আমাদের জাহান্নাম বা জান্নাত নির্ধারিত হবে...হাক্কুল ইবাদ নষ্ট করার কারণে জাহান্নামের দিকে যাবো...সুতরাং কারো সাথে মন্দ ব্যবহার করে কি জাহান্নামের দিকে যাবো আমরা? এর চেয়ে কি নিয়তের বিশুদ্ধতা ও উত্তম ব্যবহার শেখাই উত্তম নয়?...ফেইসবুকের সস্তা জনপ্রিয়তাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট...আমরা কি একটু সাবধান হবো না? এখনো... নিচের হাদীসগুলো একবার লক্ষ করে দেখুন...
আলহামদুলিল্লাহ আমি ফিরে আসতে পেরেছি...আপনি কি জাহান্নামের মানুষদের ব্যবহার ও নিয়তের কলুষতা থেকে মুক্ত হতে পেরেছেন?...
বিপরীত লিংগের লোকদের আকৃষ্ট করতে বেশি বেশি ইসলামী পোস্ট দিচ্ছেন?...আল্লাহকে সন্তুষ্ট করার পরিবর্তে সস্তা জনপ্রিয়তা ও আল্লাহর সৃষ্টির প্রতি ঝুকে আছেন?...অথচ জান্নাত আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভর করবে, তাঁর দেওয়া ইসলামী নিয়ম পালনের উপর নির্ভর করবে...একটু ভাবুন, একটু, এই ভাবনাই তো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে...শুধু দরকার শয়তানকে পরাজিত করে আল্লাহর পানে ফিরে আসা...
আমীরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব (রা) বর্ননা করেন, আমি রাসূলে আকরাম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, সকল কাজের প্রতিফল কেবল নিয়্যাতের ওপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তিই নিয়্যাত অনুসারে তার কাজের প্রতিফল পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের (সন্তুষ্টির) জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে।
পক্ষান্তরে যার হিজরত দুনিয়া হাসিল করা কিংবা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে সম্পন্ন হবে, তার হিজরত সে লক্ষ্যেই নিবেদিত হবে। (বুখারী ও মুসলিম)
সুতরাং আমরা কি ফেইসবুক, ব্লগ থেকেই সাওয়াবের প্রত্যাশী নাকি আল্লাহর কাছ থেকে নিব?[/i]
হযরত আবু হুরাইরা (রা) বর্ননা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তা’আলা তোমাদের চেহারা ও দেহের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তোমাদের অন্তর ও কর্মের প্রতি লক্ষ্য আরোপ করেন। (মুসলিম)
রিয়াযুস স্ব-লিহীন :হাদিস ৭
Is Facebook Haram by Shaykh Abdun Nasir Jangda
http://www.youtube.com/watch?v=euhcOLGJHKk&list=UUV7aA2UxRf3SHyxRoeYb9TQ
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন