ফেইসবুক ও ব্লগের কমেন্ট ই আপনার জান্নাত-জাহান্নাম নির্ধারিত করতে পারে...একটু ভাববো কি?
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৪ আগস্ট, ২০১৪, ০২:২৯:৫১ দুপুর
আমরা যেভাবে ফেইসবুকের বা ব্লগের লাইক/ভিউ বেশি থাকার কারণে দ্বিমত’/বহুমত গ্রহণ তো দূরের কথা, কারো নাসিহা পর্যন্ত কমই গ্রহণ করি না এবং উল্টো দুর্ব্যবহার পর্যন্ত করে থাকি।...এরপর কমেন্ট করার আগে, প্রতিউত্তর দেওয়ার আগে একটু ভেবে নিবেন...যেকোন জিনিস যদি আপনার কল্যাণে না আসে তবে সেখান থেকে ফিরে আসাই উত্তম ও কল্যাণদায়ক।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন মু’মিনের পাল্লায় যে জিনিসটি অধিক ভারী হবে তা হলো উত্তম চরিত্র। আর নিঃসন্দেহে আল্লাহ অশ্লীলভাষী ও নির্লজ্জ ব্যক্তির প্রতি শত্রুতা পোষণ করেন।
– তিরমিযী
(আর আল্লাহ যার সাথে শত্রুতা পোষণ করেন তাঁর অবস্থান কোথায় হবে?)
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞেস করা হল, কোন্ জিনিস লোকদের অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেনঃ তাকওয়া বা আল্লাহভীতি ও সচ্চরিত্র। তাঁকে আরোও জিজ্ঞাসা করা হল, কোন্ জিনিস লোকদেরকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেনঃ মুখ ও লজ্জাস্থান।
-
রিয়াযুস স্বা-লিহীন - হাদিস ৬২৭
বিষয়: বিবিধ
৮৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই
মন্তব্য করতে লগইন করুন