ম্যারাডোনা, নেস্তার পর মেসির সমালোচনায় ব্লাটার
লিখেছেন লিখেছেন অজি উদ্দিন ১৫ জুলাই, ২০১৪, ০৫:৪৯:৫৫ বিকাল
বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা এবং আলেজান্দ্রো নেস্তা। আর এবার সমালোচনার তালিকায় নাম লেখালেন খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।
ব্লাটার জানান, তিনি আশ্চর্য হয়েছেন মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পুরস্কারের জন্য মনোনিত করায়।
ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটু আশ্চর্য হয়েছি যখন গোল্ডেন বল পুরস্কার নেওয়ার জন্য মেসির নাম ঘোষণা করা হয়।’
এর আগে ম্যারাডোনা বলেছিলেন, ‘যদি সম্ভব হত মেসির হাতে আমি স্বর্গ তুলে দিতাম। কিন্তু যার যা প্রাপ্য তা থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয়। আমার মনে হয়, কিছু কিছু বাণিজ্যিক কারণ থাকার কারণে মেসিকে গোল্ডেন বল দেয়া হয়েছে। যা পাওয়ার যোগ্য সে নয়।’
ফিফা’র একজন কর্মকর্তা বলেন, ‘মেসির সেরা খেলোয়াড়ের এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা’র টেকনিক্যাল দল।’
মেসি সাত ম্যাচে চার গোল করেছেন। হয়েছেন প্রথম চার ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা।
বিষয়: বিবিধ
৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন