মশার সাথে কিছুক্ষন....
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:১৫:৩৯ রাত
সেদিন মশার সাথে দেখা হল। সুযোগ বুঝে তার সাক্ষাতকার নিয়ে নিলাম। তাই অংশবিশেষ এখানে তুলে ধরছি-
সাংবাদিকঃ অাপনারা ময়লা পানিতে ডিম পাড়েন কেন?
মশাঃ ভালো পানিতে পাড়লে মানুষ সেদ্ধ করে খেয়ে ফেলতে পারে তাই।
সাংবাদিকঃ মশার কয়েলে মশা মরে না কেন?
মশাঃ মশা মরে গেলে কয়েল ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে বলে।
সাংবাদিকঃ মশারা তো সবসময় উড়ে , তাহলে তাদের ৬টা ঠ্যাংয়ের প্রয়োজন কি?
মশাঃ রক্ত খাবার সময় চেপে ধরে মানুষের নড়াচড়া বন্ধ করতে সেগুলোর প্রয়োজন হয়।
সাংবাদিকঃ অাপনারা মানুষের কানের কাছে বসে ভ্যান ভ্যান করেন কেন?
মশাঃ পায়ের কাছে করলে মানুষ শুনতে পারে না, তাই।
সাংবাদিকঃ শুনেছি- পুরুষ মশারা রক্ত খায় না, তাহলে তারা খায় কি?
মশাঃ তারা বৌয়ের বকা খায়।
সাংবাদিকঃ মশারা কামড়ালে দেহে ডেঙ্গু জীবাণু ঢোকে কেন?
মশাঃ শুধু নিয়েই যাবে, তার বিনিময়ে কিছু দিয়ে যাবে না? মশারা এমন নিমকহারাম নয়। সেই জন্যই ডেঙ্গুর উপহার। অারো অাছে ম্যালেরিয়া, ব্যকটোরিয়া কত কি !
সাংবাদিকঃ অাচ্ছা........
মশাঃ থামেন, অামি অার সময় দিতে পারবো না অাপনি অাসতে পারেন। বাই
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"স্বার্থপরের মত শুধু নেয়ই না মশারা!কিছু দিয়েও যায়!হোক তা অকল্যাণময়"
এ থেকেও যদি বর্তমান নেতা.........!!
মন্তব্য করতে লগইন করুন