আওয়ামীদের পতনের আর দেরী নেই…

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৮ নভেম্বর, ২০১৪, ০৭:৪৫:২৪ সন্ধ্যা



আওয়ামীলীগ নিজেরা নিজেরা কামড়া-কামড়ি করেই মরবে।

জালিমের পতন হবেই হবে সেটা যে কোনভাবে। কোন জালিমই চির অমর নয়।

আর আওয়ামী জালিমদের পতন তারা নিজেরা কামড়া-কামড়ি করেই হবে। সে সময় আর বেশী দূরে নয়। সময়টা অতি নিকটে।

হাসিনার পায়ের নিচের মাটি এখন শুধু নড়ছে। ধীরে ধীরে সে মাটি তার পায়ের নিচ থেকে সরে যাবে।

আর যেদিন সে মাটি সরবে সেদিনই হবে হাসিনার জুলুমের শেষ দিন। সেদিন থেকে সময় হবে জুলুমের শিকার মাজলুমদের।

পৃথিবীর শুরু থেকেই যতো জালিম এসেছে তাদের শেষ পরিণতি হয়েছে খুবই ভয়াবহ। তিনিও এর বাহিরে নয়। তার পরিণতিও হবে খুবই ভয়াবহ। যা সে কল্পনাও করতে পারেনা।

তার আশপাশের লোকেরাই হবে তার ভয়াবহ পরিণতির কারণ। আর সেটাই হবে।

এতো বছর ধরে সে কতো মা-বোনদের চোখের পানির কারণ হয়েছে তা সে নিজেও জানেনা।

সে মা-বোনদের চোখের পানি কি এমনি এমনি চলে যাবে !!

না কখনো না। তাদের চোখের পানি বিফলে যাবেনা। যেতে পারেনা।

আমার ভাইদের শরীর থেকে বের করা প্রতি ফোঁটা রক্তের মূল্য দিতে হবে তাদের।

আসছে তোদের পতনের দিন , আর বেশী অপেক্ষা করতে হবেনা তোদের। সে দিনটি আর বেশী দূরে নয়। ওয়াইট এন্ড সি…

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285604
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৬
হতভাগা লিখেছেন : ভারতীয় গোয়েন্দারা এখনও আছে । একটু রয়ে সয়ে ভাই । না হলে আপনাকে লিস্টেড করে নিয়ে যাবে ।

নিজে তো ডুববেনই , সাথে ব্লগকেও ফাঁসিয়ে যাবেন।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৫
229241
কর্ণেল কুতাইবা লিখেছেন : এখন কি ওদের ভয়ে লিখা লিখিও বন্ধ করে দিব নাকি?!!! যত্তসব........
285663
১৮ নভেম্বর ২০১৪ রাত ১১:১৬
ফেরারী মন লিখেছেন : মাথা গরম করে ভাষা বেঠিক করলেতো হবেনারে ভাই। ধৈর্য ধরে বুদ্ধিবৃত্তিকভাবে এগুতে হবে।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
229242
কর্ণেল কুতাইবা লিখেছেন : বেঠিক ভাষা কোথায় ব্যবহার করলাম!!
285696
১৯ নভেম্বর ২০১৪ রাত ১২:২৭
শয়নে তুমি স্বপনে তুমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
229243
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
285703
১৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৫
আফরা লিখেছেন : আসছে তোদের পতনের দিন , আর বেশী অপেক্ষা করতে হবেনা তোদের। সে দিনটি আর বেশী দূরে নয় । ইনশা আল্লাহ ।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
229244
কর্ণেল কুতাইবা লিখেছেন : ইনশা আল্লাহ Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File