টুডে ব্লগের মডারেটর বিরোধী পোস্ট......

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৭ নভেম্বর, ২০১৪, ০২:৫৮:১৭ দুপুর

প্রায় ১বছর যাবৎ টুডে ব্লগের ব্লগারদের সুন্দর সুন্দর লিখাগুলী পড়ে অাসছি।

ব্লগের সব ব্লগারদের লিখাই ভালো। সবার লিখাই পড়তে ভালো লাগে।

কিন্তু মডারেটরদের কার্যকলাপ দেখলে মনে হয় যে, ব্লগের সব মেয়েরা ব্লগার অার ছেলেরা মুরগী মার্কা ঢেউ টিন !!

শুরু থেকেই দেখে অাসছি ২০টা মেয়ের পোস্ট স্টিকি = ১টা ছেলের পোস্ট স্টিকি।

অামার মনে হয় , টুডে ব্লগে এমন মেয়ে পাওয়া কঠিন যার পোস্ট স্টিকি হয়নি এবং এমন ছেলে পাওয়া কঠিন যার পোস্ট স্টিকি হয়েছে।

অামি মেয়েদের লিখা বাজে সে কথা বলছিনা। সবার লিখাই ভালো।

কিন্তু মডারেটরদের অবস্থা দেখে মনে হয় , ছেলেদের মাঝে ভালো লেখক নেই-ই !!

ছেলেরা লিখতেই জানেনা।

অামার তো মনে হচ্ছে, মডারেটররা মেয়েসাক্ত...................

সবখানেই নারীর রাজত্ব অার রাজত্ব এনে দিচ্ছে কিছু নারী ভক্ত পুরুষ।

বিষয়: বিবিধ

১৭২২ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285191
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অার ছেলেরা মুরগী মার্কা ঢেউ টিন !! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

খুব ভালো লাগলো আপনার লেখাটি। স্টিকি করা হউক। Loser Loser
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
228544
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধ্যুত মিয়া ভাই....
এই পোস্ট স্টিকি করবো কেন!!! Tongue Tongue
285194
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
ফখরুল লিখেছেন : ব্লগের সব মেয়েরা ব্লগার অার ছেলেরা মুরগী মার্কা ঢেউ টিন। Thumbs Up Thumbs Up

১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
228545
কর্ণেল কুতাইবা লিখেছেন : <:-P <:-P <:-P
285195
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
আব্দুল গাফফার লিখেছেন : অামার তো মনে হচ্ছে, মডারেটররা মেয়েসাক্ত................... Rolling on the Floor Rolling on the Floorএই পোষ্টি স্টিকি করা সহ লেখকেও ঝুলানো হক Happy] Happy] Don't Tell Anyone Don't Tell Anyone
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
228547
কর্ণেল কুতাইবা লিখেছেন : Yahoo! Fighter Yahoo! Fighter Praying Praying Praying
285198
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ফখরুল লিখেছেন : ব্লগের সব মেয়েরা ব্লগার অার ছেলেরা মুরগী মার্কা ঢেউ টিন।
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
228548
কর্ণেল কুতাইবা লিখেছেন : Winking Winking Winking
285199
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : মাইরালা...... Thumbs Up Thumbs Up Rolling on the Floor

সহমত Thumbs Up
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
228549
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধন্যবাদ
285204
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
নূর আল আমিন লিখেছেন : টুডে ব্লগের মডুদের এত্ত বড় অপমান আমি এর তীব্র নিন্দা gaনাচ্ছি Big Grin শফি হুজুর কি এম্নি এম্নিতেই বলেচিলো নারীরা তেতুল টুডের মডুদের দেখেই কার্যকলাপ দেখেই বলেছিলো. . . .

.টুডে ব্লগের মডুদের দৃষ্টিতে ছেলে ব্লগাররা চিরতার পাতার পানী আর লুল মার্কা লুলবতীরাও আমৃত্তি রসগুল্লা
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
228539
কর্ণেল কুতাইবা লিখেছেন : কি কৈতাম ভাই.....
ওরাই দেশটারে খাইছে। লুল মার্কা মডারেটর........
285223
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
ফেরারী মন লিখেছেন : আপনার সবগুলো লেখাই আমি পড়েছি ভালো লেগেছে। সবগুলোই স্টিকি করার মত কিন্তু উনারা যে কেনো এসব লেখা দেখেও দেখে না সেটা আমার বুঝে আসে না। তবে ধৈর্যে মেওয়া ফলে। অপেক্ষা করতে থাকুন
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
228599
কর্ণেল কুতাইবা লিখেছেন : অামাকে পাম দিতে হবেনা। অামি কোন লেখক নই। যারা ভালো লিখে অামি তাদের পক্ষ হয়ে কথা বলেেছি। অামার কোন লিখা স্টিকি হবার লিখা নয়।
285229
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৪
ইক্লিপ্স লিখেছেন : আমাদের দেশে সেই মডু হবে কবে যে ছেলে মেয়ে না দেখে, লেখার মান দেখবে। It Wasn't Me! It Wasn't Me! Worried
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
228603
কর্ণেল কুতাইবা লিখেছেন : হুম....
285235
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই দোষ মডুদের না, দোষ আমার আপনার, গতকাল দুটি আপুর লেখা স্টিকি হয়েছে, দুইটা বেশ ভাল লেখা, এর মধ্যে একটা লেখাত বাস্তব ঘটনা, যা নাটক, সিনেমাকে ও হার মানায়।
আবার আসি আমাদের দোষের কথায়, স্টীকি হওয়ার সময় দুটি লেখায় পঠিত ছিল গড়ে ১২০ বার, মন্তব্য ছিল ১০-১২ টি।স্টীকি হওয়ার পর দুটি লেখা প্রায় ৯ শত বার পঠিত হয়েছে, মন্তব্য হয়েছে ১৫০ এর ও অধিক। তার আগের দিন “আগুন” শিরোনামে অন্য একজন আপুর লেখাটি ও ছিল অসাধারণ।
আথচ, আজ দেখেন রিদওয়ান কবির সবুজ ভাইয়ার চমৎকার একটি লেখা স্টিকি হয়েছে । পোষ্টে গিয়ে দেখেন , এখন পর্যন্ত মাত্র ১১৮ বার পঠিত হয়েছে আর মন্তব্য হয়েছে ১৮ টি মাত্র । এখন বলেন , এটার জন্য কি শুধু মডু ভাইরা ...... না কি আমরাও ।
তাই আসুন দৃষ্টি সমান করি , ভেদাবেদ না করি। মানুষের পরিচয় হোক তার কর্মে।
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৩
228593
ফেরারী মন লিখেছেন : আপনার সাথে সহমত। নারীদের প্রতি পুরুষের আকর্ষণ চিরদিনের। এটা আমি আপনি চাইলেই বন্ধ করতে পারবো না। একজন নারীর পোষ্ট আপনি যত আগ্রহ নিয়ে পড়বেন একজন পুরুষের পোষ্ট আপনি ততটা আগ্রহ নিয়ে পড়বেন না কারণ অন্য জায়গায়। আমি দেখেছি কিছু কিছু (সব নয়) মেয়ে ব্লগারের পোষ্টে জানার মত বা বোঝার মত তেমন কিছুই নেই তারপরো ব্লগাররা তার পোষ্টে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু কেনো কেনো কেনো?
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩০
228594
সাম্য বাদী লিখেছেন : এই ব্লগে যত জন নারী নিক নিয়ে ব্লগিং করেন তারা আসলে কত জন নারী সেটা ভাব্বার বিষয়। Tongue Tongue
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
228596
ফেরারী মন লিখেছেন : Tongue Tongue Tongue
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
228618
কর্ণেল কুতাইবা লিখেছেন : ভাইছা ! অামি অাপনার কথার সঙ্গে সহমত পোষণ করছি। লুল পোলাপানের অভাব নেই ব্লগে, যারা মেয়েদের পোস্ট দেখলে হুমড়ি খেয়ে পড়ে....
কিন্তু মুডুরা মেয়েদের লিখা কেন বেশী স্টিকি করে, ছেলেরা কি ভালো লিখেনা? অনেক ছেলে অাছে যাদের লিখা হৃদয়কে কাঁপায় কিন্তু মুডুদের চোখে সেগুলো পরেনা। মুডুরা মেয়ে নামের কোন লিখা দেখলে সেখানে ঢু মারে !!!
অামি মেয়েদের বিরোধীতা করছিনা। মেয়েরা অবশ্য ভালো লেখে কিন্তু ছেলেরা কি করেছে?
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
228620
বাচ্চা ছেলে লিখেছেন : মডু কি লুচ্চা নাকি মাইয়ার পোষ্ট দেকলে হুমড়ি খায়া তা স্টিকি করতে ব্যাতি ব্যস্ত হইয়া পড়ে
১৮ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৪
228699
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই কর্ণেল কুতাইবা , আজকের স্টিকি পোষ্ট দুটোর অবস্থা দেখুন। করুন অবস্থা !! কারণ আমরা। আরও একটা অন্যতম কারণ হলঃ ছেলে ব্লগারদের পোষ্টে কমেন্ট করলে প্রতি উত্তর না পাওয়া। তারা কেন যেন কমেন্টস এর প্রতি উত্তর দেন না, টা আমার জানা নেই। আবার প্রতি উত্তরের ও প্রতি উত্তর হয়, সেটা নির্ভর করে প্রতি উত্তরের উপর। ধন্যবাদ ।
@ ফেরারী মন ভাই/আপু , সহমত হলেন , তাই ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে আমিও একমত,কিন্তূ শেষ অংশের সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত। ধন্যবাদ ।
@ সাম্য বাদী ভাই, সেটা অবশ্য ভাবনার বিষয়, তবে মুখ্য বিষয় নিঃসন্দেহে নয়। কে ছেলে কে মেয়ে সেটা ভাবার চেয়ে, আমি মনে করি লেখার থীম টাই মুখ্য। ধন্যবাদ।
১৮ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৪
228700
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই কর্ণেল কুতাইবা , আজকের স্টিকি পোষ্ট দুটোর অবস্থা দেখুন। করুন অবস্থা !! কারণ আমরা। আরও একটা অন্যতম কারণ হলঃ ছেলে ব্লগারদের পোষ্টে কমেন্ট করলে প্রতি উত্তর না পাওয়া। তারা কেন যেন কমেন্টস এর প্রতি উত্তর দেন না, টা আমার জানা নেই। আবার প্রতি উত্তরের ও প্রতি উত্তর হয়, সেটা নির্ভর করে প্রতি উত্তরের উপর। ধন্যবাদ ।
@ ফেরারী মন ভাই/আপু , সহমত হলেন , তাই ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে আমিও একমত,কিন্তূ শেষ অংশের সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত। ধন্যবাদ ।
@ সাম্য বাদী ভাই, সেটা অবশ্য ভাবনার বিষয়, তবে মুখ্য বিষয় নিঃসন্দেহে নয়। কে ছেলে কে মেয়ে সেটা ভাবার চেয়ে, আমি মনে করি লেখার থীম টাই মুখ্য। ধন্যবাদ।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
228782
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধন্যবাদ অাপনাদের Good Luck Good Luck Good Luck
১০
285246
১৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৯
বাচ্চা ছেলে লিখেছেন : পোলাপান মাইয়ার পোষ্ট দেখলে আগ্রহ দেখাবে এই কারনে। মাথা মোডা নাকি পোষ্টকারীর এই সামান্য বিষয়টি বোঝে না।
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০১
228621
কর্ণেল কুতাইবা লিখেছেন : Waiting Waiting Waiting Waiting
১১
285264
১৭ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
মুসা বিন মোস্তফা লিখেছেন : আসুন সবাই নাম চেঞ্জ করে মাইয়া নাম রাখি Tongue Tongue It Wasn't Me! It Wasn't Me!
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
228763
কর্ণেল কুতাইবা লিখেছেন : হুম...........
১২
285322
১৮ নভেম্বর ২০১৪ রাত ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লিখাটা ষ্টিকি হওয়ার মত হইলে কে লিখল সেটা নিয়া বকবক এর কি দরকার!!!
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
228769
কর্ণেল কুতাইবা লিখেছেন : সবুজ ভাই! অামি কি বলতে চেয়েছি অাপনি বুঝতে পেরেছেন? অামি তো বললাম ২০টা মেয়ের পোস্ট স্টিকি = ১টা ছেলের পোস্ট। অাপনার ১টা পোস্ট মনে হয় স্টিকি হয়েছে জানিনা অার কতদিন পরে অারেকটা ছেলের পোস্ট স্টিকি হবে.....
১৩
285369
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৪:৫৭
কাহাফ লিখেছেন :
এই সব বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি না করে ব্লগের পরিবেশ আরো ভালো কিভাবে করা যায় সে দিকে দৃষ্টি দেয়া দরকার সবার!!! Cheer Cheer Cheer
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
228774
কর্ণেল কুতাইবা লিখেছেন : অামি বিতর্ক সৃষ্টি করছিনা। মডারেটরদের মেয়ে প্রিতীতে একটু অাঘাত করলাম।
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
228840
মুসা বিন মোস্তফা লিখেছেন : Good Luck (~~) (~~) (~~)
১৪
285383
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪৮
নাছির আলী লিখেছেন : সহমত কাহাফ সাহেব এ সাথে।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৪
228775
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৫
285385
১৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫০
আয়নাশাহ লিখেছেন : এই লেখাটি স্টিকি করে মডূদের নিরপেক্ষতা প্রমান করতে পারেন। আর মডু যে পুরুষ এই তথ্য আপনি কোথায় পেলেন জানতে ইচ্ছা করে।
লেখাটি স্টিকি করা হোক।
লেখাটি স্টিকি করা হোক।
লেখাটি স্টিকি করা হোক।
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
228777
কর্ণেল কুতাইবা লিখেছেন : মুডু একজন নয় অবশ্যই..
অার শুধু মেয়ে দ্বারা পরিচালিত করা সম্ভব নয়্ । অার এটা স্টিকি করার মতো পোস্ট নয় ভাই। Good Luck Good Luck Good Luck
১৬
285403
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তীর, ধনুক, বল্লম যাকিছু আছে সবকিছু নিয়েই জিহাদে নেমে যান মডুদের বিরুদ্ধে।
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
228751
বৃত্তের বাইরে লিখেছেন : এত কিছু লাগে? আপনি হালুম করলেই তো সব শান্ত হয়!
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৭
228778
কর্ণেল কুতাইবা লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
228841
মুসা বিন মোস্তফা লিখেছেন : Winking
১৭
285424
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
বৃত্তের বাইরে লিখেছেন : এই একই ঘ্যানর ঘ্যানর সেই কবে থেকে শুনছি। মামা-মামীরা প্রতিদিন ভাইদের একটা করে গল্প/কবিতা ঝুলাইলেই তো পারে। বোনদের এত কথা শুনতে হয়না!
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
228781
কর্ণেল কুতাইবা লিখেছেন : সরি অাপু! অামি অাপুদের বিরোধীতা করিনি। অামি শুধু মুডুদের কাছে জানতে চাচ্ছি যে, টুডে ব্লগের ছেলেরা কি এতই বাজে লেখে...........
অার এটা অাপনার কাছে ঘ্যানর ঘ্যানর !! বাহ বাহ... অামরা উচিৎ বললে সেটা ঘ্যানর ঘ্যানর হয়ে যায়?
অাপনারা মেয়েরা লেখক অার অামরা ঘ্যানর ঘ্যানর কারী। Rolling on the Floor
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
228842
মুসা বিন মোস্তফা লিখেছেন : :D/ :D/ :D/ :D/
১৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
228946
বৃত্তের বাইরে লিখেছেন : এই সমস্যা আমার,আপনার একার নয়। বাঙ্গালি হিসেবে কথায় কথায় অজুহাত দেয়া, অভিযোগ জানানো এটা আমাদের মজ্জাগত। পোস্ট কেন স্টিকি হচ্ছেনা, মন্তব্য কেন পড়ছেনা, অন্যরা কেন লেখায় প্রশংসা করলনা এই নিয়ে মান অভিমান, ব্লগ ছেড়ে যাওয়া এই ব্যাপারগুলো যদিও আমার কাছে অনেক সিলি মনে হয় তবুও আপনার অবগতির জন্য জানিয়ে রাখি আমি এর আগেও বিভিন্ন মন্তব্যে ভাইদের পোস্ট স্টিকি করার কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছে ভাল লিখেন এমন অনেক সিনিয়ার ভাইরা এই কারনে ব্লগ ছেড়ে দিয়েছেন যদিও লেখা নির্বাচন করা উচিত মান দেখে নারী-পুরুষ দেখে নয়। সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, ভ্রমণ, ধর্ম সব বিষয় থেকে মানসম্মত লেখা স্টিকি করা যেতে পারে। করা হয়না তা নয় তবে মাঝে মাঝে এমন সব লেখাও স্টিকি করা হয় যা শুধুমাত্র অহেতুক ক্যাচালের জন্য এবং এটা ইচ্ছাকৃত আমার মনে হয়। ব্লগের জনপ্রিয়তা রক্ষায় ব্লগার এবং মডারেশনের দায়িত্বে যারা আছেন তাদের সকলের মধ্যে আন্তরিকতা থাকা উচিত। ব্লগারদের দীর্ঘদিন থেকে যেসব অভিযোগ আছে তা সমাধানের জন্য মডুদের পক্ষ থেকে পোস্ট দিলেই পারে। জবাবদিহিতার চর্চা আমাদের দেশে নেই, অন্য সব দেশে আছে। নেই দেখে চালু করতে তো সমস্যা নেই। সবার আন্তরিকতায় ব্লগ আরও প্রানবন্ত হোক। ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File