রম্য রচনা- কিন্তু বাস্তব কথা.....
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৫ নভেম্বর, ২০১৪, ০৩:৩১:২৭ দুপুর
কোন এক এলাকায় কাঙ্গাল ভোজের জন্য খিচুরী পাকানোর সিদ্ধান্ত গৃহীত হল। যথারীতি রান্না আরম্ভ হয় গেল।
সেই এলাকায় ছিল দুজন মাতব্বর। তারাই রান্নার তদারকি করছিল।
খিচুরী পাকানো শেষ হওয়ার পর মাতব্বরদ্বয়ের একজন আদেশ দিলেন ঢাকনা খুলে রাখ। এতে গরম তাপ বের হয়ে যাবে। তাতে তাড়াতাড়ি খেতে সুবিধা হবে। অন্যজন বললেন- না, পাতিল ঢেকে রাখ। না হয় খিচুরী ঠান্ডা হয়ে যাবে। তাতে স্বাদ কম যাবে। এ নিয়ে তাদের মাঝে তন্ক শুরু হলো।
সেই সাথে তখন শুরু হলো ঢাকনা নিয়ে টানাটানি। এভাবে একদল খুলে রাখার জন্য অন্যদল ঢেকে রাখার জন্য আপ্রাণ চেস্টা করতে লাগলো। এই টানাটনিতে তারা ঢাকনাটিকে একে অন্যের নাগাল থেকে দূরে রাখতে গিয়ে নিজেরা পাতিল থেকে দূরে সরে পড়তে লাগলো এবং এমনি করে পাতিল থেকে প্রায় আধা মাইল দূরে সরে গেল।
এ অবস্থা অনেক্ষণ চলার পর উভয় পক্ষ এ সিদ্ধান্ত নিল যে, খিচুরী দু'ভাগ করে ফেলবে। অতঃপর ঢাকার পক্ষ তাদেরটা ঢেকে রাখবে এবং খোলার পক্ষ তাদেরটা খোলা রাখবে।
মজার ব্যাপার হল- ইতিমধ্যে কয়েকটি কুকুর এসে খিচুরীর পাতিলের নিকট কোন লোকজন না দেখে সমস্ত থিচুরী খেয়ে সাবার করে ফেলেছে। তাই তারা পাতিলের নিকট গিয়ে দেখল- পাতিল খালি পড়ে আছে।
তখন উভয় পক্ষ খুব অনুতপ্ত হলো। কিন্তু কিছু করার থাকলো না। কেননা, কুকুরের পেট কেটে খিচুরী বের করা কি সম্ভব?
প্রিয় পাঠক/পাঠিকা ! আমার এ গল্প কলান উদ্দেশ্য হল, অনকে ক্ষেত্রে আমাদের অবস্থাও সেরকম হয়ে গেছে। ইসলামের ছোট খাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছি এবং মূল ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আর এ সুযোগে ইহুদী-খৃষ্টানরা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠছে।
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
বিষয়: বিবিধ
১৮৩৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের অবস্থা ঠিক তাই এখন। সুন্নত,নফল নিয়ে তর্ক করতে করতে ফরজ,ওয়াজিব ভুলে গিয়েছি।
আপনার ইশারাটার অংক বুঝাটা খুব সহজ। ধন্যবাদ খিচুড়ি দিয়ে বুঝিয়ে দেবার জন্য্
চমৎকার রম্য উদাহরণ সমাজের করুণ বাস্তবতা কে তুলে ধরেছেন!
আল্লাহ যেন আমাদের উপলব্ধিতা কে সঠিক পথে পরিচালিত করেন!আমিন!!
মন্তব্য করতে লগইন করুন