বিএনপি এতো বিনুদুন দেয় কেনু!!!
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১২ নভেম্বর, ২০১৪, ০৬:৪১:১২ সন্ধ্যা
বিএনপি এতো বিনুদুন দেয় কেনু!!!
অাজকে ছাত্র দলের একটা পোস্টারে এই লিখাটা দেখে এতু হাসি পাইলু অামার.....
লিখাটি হলো,....
কেঁদনা মা
খালেদা জিয়া
মুছে ফেল
চোখের জল।
হারাইওনা মা
বুকের বল
তোমার পাশে অাছে
জাতীয়তাবাদী
ছাত্রদল।
ফহিন্নীরা নিজেদের মাঝে কামড়া কামড়ি করতে করতে ক্লান্ত ওরা নাকি অাবার খালেদার চোখের পানি মুছবে, খালেদার পাশে দাঁড়াবে!! অাবার খালেদারে মা ডাকে!!
খালেদা যদি তোদের মা হয় তাহলে তোরা তোদের মায়ের অবাধ্য সন্তান।
খালেদাপর চোখের পানির কারণ এখন তোরা ।
অাহ, তোরা কি কুলাঙ্গার সন্তান মাইরি.....
তোরা তোদের বৃদ্ধা মাকে কাঁদাস!! বেচারী কদিন পর দুনিয়া থেকে বিদায় নিবে অার এখন তোরা বেচারীকে এতো টেনশন দেছ .........
তোরা বিএনপি দলটাকে হিজড়া দলে পরিণত করেছিস......
এখন তো মানুষ তোদের থেকে বিনুদুন পায়, মজা লয় তোদের থেকে।
তোরাই বিএনপি দলটার অস্তিত্ব বিলীন করবি।
এখনো সময় অাছে , কামড়া কামড়ি বাদ দিয়ে সঠিক অবস্থানে অায়্। পদ নিয়ে না ভেবে দল নিয়ে ভাব।
জয় বাংলা
পদ সামলা...........
বিষয়: রাজনীতি
১৪২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লুঙ্গী ড্যান্স, লুঙ্গী ড্যান্স,
অাপনি অার হাসাবেন না ভাই
এরা ছাত্রদল নাকী মুর্খের দল-পোষ্টারের ভাষার কী শ্রী !
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন