মানুষ নামের পশু..................
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১১ নভেম্বর, ২০১৪, ০৩:১১:০৩ দুপুর
অামার গ্রামে এক ব্যক্তির উপর নারী নির্য়াতনের মামলা করেছে তারই অাপন মামু!!
এ ব্যক্তি নাকি তার মেয়ের ইজ্জত নষ্ট করেছে । অার মুল বিরোধটা হলো একটা মোবাইল চূরি নিয়ে। মোবাইলটা চুরি করেছে মামুর ছেলে। মোবাইলের মালিক ঐ ব্যক্তি যার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ ব্যক্তির দোষ, চুরকে রাস্তায় ধরে মোবাইল চেয়েছে এবং মোবাইল না দেয়ায় কয়েকটা চড়-থাপ্পর দিয়েছে। তারপর মোবাইল উদ্ধার করেছে।
চুর কিন্তু তার অাপন মামাতো ছোট ভাই তাই চড়-থাপ্পর দিতেই পারে দোষ যেহেতু করেছে। এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু মামু এটা মানতে পারেনি। সে মামলাকে শক্ত করার জন্য নিজের মেয়ের চরিত্রে নিজেই কালেমা লেপন করে অাপন ভাগনার উপর নারী নির্যাতনের মামলা করলো ঐ ব্যক্তি এবং তার পাঁচ ছেলেকে অাসামি করে।। এটা ২০১১ সালের ঘটনা।
তো অামার দেখা এবং জানামতে ২০১১ থেকে এখন পর্যন্ত প্রতিটা তারিখে অাসামিরা অাদালতে গিয়ে হাজিরা দিয়েছে। কিন্তু মামুর এসবও সহ্য হলোনা, সে তার ভাগনাকে জেলের ভাত খাওয়াবেই।
তো গত কয়েকদিন অাগে রাত ২টার সময় ২০-২২জন পুলিশ এসে অাসামির বাড়ি ঘেরাও করে দরজা খুলে বাপ এবং যে দুজন ছেলে বাড়িতে ছিল তাদের হাতে হাতকড়া পড়ালো। তাদের এমনকি পরিবারের অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে তিন জনকে ধরে নিয়ে গেল।
ফোনে জানাজানি হয়ে রাস্তায় গ্রামের গণ্যমান্য কয়েকজন পুলিশকে অাটকিয়ে তাদের বুঝালো এমনকি হাজির হওয়ার কাগজ পত্রও দেখালো কিন্তু কোন কাজ হলোনা। থানায় নিয়েই গেল এবং পরদিনই জেলেও পাঠিয়ে দিল !!!
৩দিন চেস্টার পর অাসামিদের জেল থেকে অানা হলো্ । মামুর অাশাও পূর্ণ হলো।
অবাক হচ্ছেন এসব শুনে তাই না.......?
অবাক হওয়ার কোন কারণ নেই কারণ মামু আ`লীগের বড় নেতা। তাই নিজেই নিজের মেয়ের চরিত্রে কালেমা লেপন করতে পেরেছে। পেরেছে নিজের অাপন ভাগনেকে নিজের মেয়ের ধর্ষক সাজাতে। পেরেছে নির্দোষ মানুষদের জেলের ভাত খওয়াতে।
অা`লীগের দ্বারা দুনিয়ার সব বাজে কাজই সম্ভব। তারা সাধারণ বিষয় নিয়ে নিজের মেয়েকে নষ্টা বানাতেও দ্বীদাবোধ করেনা।
এরাই মানুষ নামের পশু..................
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবির ক্যাপশন টা দারুন হয়ছে " ভাল মত চলাফেরা করিস আর আওয়ামীলিগ থেকে দুরে থাকিস "
অা`লীগের দ্বারা দুনিয়ার সব বাজে কাজই সম্ভব। তারা সাধারণ বিষয় নিয়ে নিজের মেয়েকে নষ্টা বানাতেও দ্বীদাবোধ করেনা।
এরাই মানুষ নামের পশু.ঠিক বলেছেন ।ধন্যবাদ
সমাজের চারিপাশে তাকিয়ে আপনার উপস্হাপনার সাথে স হমত পোষণ না করে পারা যায় না!
অনেক ধন্যবাদ সুন্দর উপস্হাপনার জন্যে!!!
মন্তব্য করতে লগইন করুন