মানুষ নামের পশু.................. Time Out Time Out

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১১ নভেম্বর, ২০১৪, ০৩:১১:০৩ দুপুর



অামার গ্রামে এক ব্যক্তির উপর নারী নির্য়াতনের মামলা করেছে তারই অাপন মামু!!

এ ব্যক্তি নাকি তার মেয়ের ইজ্জত নষ্ট করেছে । অার মুল বিরোধটা হলো একটা মোবাইল চূরি নিয়ে। মোবাইলটা চুরি করেছে মামুর ছেলে। মোবাইলের মালিক ঐ ব্যক্তি যার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ ব্যক্তির দোষ, চুরকে রাস্তায় ধরে মোবাইল চেয়েছে এবং মোবাইল না দেয়ায় কয়েকটা চড়-থাপ্পর দিয়েছে। তারপর মোবাইল উদ্ধার করেছে।

চুর কিন্তু তার অাপন মামাতো ছোট ভাই তাই চড়-থাপ্পর দিতেই পারে দোষ যেহেতু করেছে। এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু মামু এটা মানতে পারেনি। সে মামলাকে শক্ত করার জন্য নিজের মেয়ের চরিত্রে নিজেই কালেমা লেপন করে অাপন ভাগনার উপর নারী নির্যাতনের মামলা করলো ঐ ব্যক্তি এবং তার পাঁচ ছেলেকে অাসামি করে।। এটা ২০১১ সালের ঘটনা।

তো অামার দেখা এবং জানামতে ২০১১ থেকে এখন পর্যন্ত প্রতিটা তারিখে অাসামিরা অাদালতে গিয়ে হাজিরা দিয়েছে। কিন্তু মামুর এসবও সহ্য হলোনা, সে তার ভাগনাকে জেলের ভাত খাওয়াবেই।

তো গত কয়েকদিন অাগে রাত ২টার সময় ২০-২২জন পুলিশ এসে অাসামির বাড়ি ঘেরাও করে দরজা খুলে বাপ এবং যে দুজন ছেলে বাড়িতে ছিল তাদের হাতে হাতকড়া পড়ালো। তাদের এমনকি পরিবারের অন্য কাউকে কথা বলার সুযোগ না দিয়ে তিন জনকে ধরে নিয়ে গেল।

ফোনে জানাজানি হয়ে রাস্তায় গ্রামের গণ্যমান্য কয়েকজন পুলিশকে অাটকিয়ে তাদের বুঝালো এমনকি হাজির হওয়ার কাগজ পত্রও দেখালো কিন্তু কোন কাজ হলোনা। থানায় নিয়েই গেল এবং পরদিনই জেলেও পাঠিয়ে দিল !!!

৩দিন চেস্টার পর অাসামিদের জেল থেকে অানা হলো্ । মামুর অাশাও পূর্ণ হলো।

অবাক হচ্ছেন এসব শুনে তাই না.......?

অবাক হওয়ার কোন কারণ নেই কারণ মামু আ`লীগের বড় নেতা। তাই নিজেই নিজের মেয়ের চরিত্রে কালেমা লেপন করতে পেরেছে। পেরেছে নিজের অাপন ভাগনেকে নিজের মেয়ের ধর্ষক সাজাতে। পেরেছে নির্দোষ মানুষদের জেলের ভাত খওয়াতে।

অা`লীগের দ্বারা দুনিয়ার সব বাজে কাজই সম্ভব। তারা সাধারণ বিষয় নিয়ে নিজের মেয়েকে নষ্টা বানাতেও দ্বীদাবোধ করেনা।

এরাই মানুষ নামের পশু..................

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283247
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হায়রে মানবতা Praying
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
226578
কর্ণেল কুতাইবা লিখেছেন : Worried Worried Worried
283283
১১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
226579
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck
283328
১১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : ওরাতো চেতনার বাইরে কিছু করেনা৷ চেতনায় জাগলে নিজের বউকেও ধর্ষীতা বানাতে পারে৷ অবাক হওয়ার কিছু নেই৷
১১ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৪
226611
কর্ণেল কুতাইবা লিখেছেন : সহমত..... Applause Good Luck Good Luck
283403
১২ নভেম্বর ২০১৪ রাত ১২:৫২
সবুজেরসিড়ি লিখেছেন : ওরা মানুষ না আওয়ামীলিগ তাদের আবার মানবতা এতো ভাল এর চেয়েও নীচে নামতে তাদের কোন দ্বিধা বোধ হয় না . . .

ছবির ক্যাপশন টা দারুন হয়ছে " ভাল মত চলাফেরা করিস আর আওয়ামীলিগ থেকে দুরে থাকিস "
১২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২১
226671
কর্ণেল কুতাইবা লিখেছেন : ঠিক বলেছেন ।ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
283438
১২ নভেম্বর ২০১৪ রাত ০২:৫৮
আফরা লিখেছেন :
অা`লীগের দ্বারা দুনিয়ার সব বাজে কাজই সম্ভব। তারা সাধারণ বিষয় নিয়ে নিজের মেয়েকে নষ্টা বানাতেও দ্বীদাবোধ করেনা।

এরাই মানুষ নামের পশু.ঠিক বলেছেন ।ধন্যবাদ
১২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২১
226673
কর্ণেল কুতাইবা লিখেছেন : অনেক ধন্যবাদ
১৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৬
227465
আব্দুল গাফফার লিখেছেন : হা ঠিকই বলেছেন। আওমীলীগের দ্বারা সবি সম্ভব । এক বার এক ভিলেনকে প্রশ্ন করা হল আপনি এত এত চরিএ থাকতে ভিলেনের পাঠ করেন কেন? উত্তরের কি বলে জানেন? ভিলেন মানে খারাপ লোক!আর খারাপ লোকের স্বাধীনতা সব চেয়ে বেশি, এরা বাপ কেও শালা বলতে পারে ,মায়ের সাথেও খারাপ ব্যবহার করতে পারে। অন্য সব চরিএে সীমাবদ্ধতা আছে ।
283465
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০২
কাহাফ লিখেছেন :

সমাজের চারিপাশে তাকিয়ে আপনার উপস্হাপনার সাথে স হমত পোষণ না করে পারা যায় না!
অনেক ধন্যবাদ সুন্দর উপস্হাপনার জন্যে!!!
Thumbs Up Thumbs Up
১২ নভেম্বর ২০১৪ সকাল ১১:২২
226674
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Happy
283525
১২ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে Rose Rose
১২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
226796
কর্ণেল কুতাইবা লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
284282
১৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৩
আব্দুল গাফফার লিখেছেন : দাওয়াত পেয়ে আসলাম, হা ঠিকই বলেছেন। এক বার এক ভিলেনকে প্রশ্ন করা হল আপনি এত এত চরিএ থাকতে ভিলেনের পাঠ করেন কেন? উত্তরের কি বলে জানেন? ভিলেন মানে খারাপ লোক!আর খারাপ লোকের স্বাধীনতা সব চেয়ে বেশি, এরা বাপ কেও শালা বলতে পারে ,মায়ের সাথেও খারাপ ব্যবহার করতে পারে। অন্য সব চরিএে সীমাবদ্ধতা আছে । আওমীলীগ মানে ভিলেন । অনেক ধন্যবাদ
১৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১১
227653
কর্ণেল কুতাইবা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File