ফুটবে সুখের হাসি
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ২৮ জুলাই, ২০১৪, ১১:০৫:১৪ রাত
বিমল খুশীর বার্তা নিয়ে
ঈদ এসেছে ঈদ,
রোযা বিহীন সকাল বেলা
ভাঙবে সবার নিদ।
গোসল করে জামা পড়ে
মিষ্টি পায়েস খাবে,
ঈদ মোবারক সুরে সুরে
ঈদের মাঠে যাবে।
এমন দিনে মুসলমানরা
হবে অনেক খুশী,
ছোট-বড় সবার মুখে
ফুটবে সুখের হাসি।
বিষয়: সাহিত্য
৯১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন