★★★★★ শান্তির সমাজ ★★★★★
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ২২ জুলাই, ২০১৪, ১২:০৪:০৮ রাত
সমাজটাকে দেখ চেয়ে কি অবস্থা তার
মুকুট পড়ে বসে আছে শিক্ষা নেই যার।
এই সমাজে এমন লোকের টিকে থাকা দায়
যারা শুধু লোকালয়ে সত্য বলে যায়।
এই সমাজে প্রতারক আর অসৎ লোকের জট
কিন্তু হায়রে সঠিক লোকের খুবই সঙ্কট।
দিনে যারা ঘুস খায় রাতে করে চুরি
তারা যে ভাই সমাজে করে বাহাদুরী।
এসব লোকের দমন করা সকল নাগরিকের কাজ
শান্তি-সুখে থাকবে ঘেরা তবেই এ সমাজ।
বিষয়: সাহিত্য
১০৭১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ লেখককে
সত্য বললে ঘাড়ের উপর গর্দান যায় তাই।
মাস্তানী আর পেশীশক্তি নেতার যোগ্যতা
গুণীর কদর ফুরিয়ে গেছে, হারিয়ে ভব্যতা।
মন্তব্য করতে লগইন করুন