হে ফিলিস্তানের ভাই- বোনেরা তোমরা তোমাদের এই অধম ভাইটিকে মাফ করে দাও।

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৯ জুলাই, ২০১৪, ০৪:০৩:১৮ রাত

বিপন্ন মানবতা!

কাঁদছে ফিলিস্তিন!!

কাঁদছে গাজা!!!

কাঁদছে সচেতন

বিশ্ববাসী!!!! হে মুসলিম

রাষ্ট্ররা তোমরা আসলে এতই

ভীরু??? তোমাদের মত

এতগুলো শক্তিশালী রাষ্ট্র

থাকতে কি করে ঈসরাইলি শুয়ারের

বাচ্চারা আমার প্রিয় ভাইয়ের বুকে পিস্তল

ঠেকিয়ে গুলি করার সাহস

পায়????????

তোমরা কাফেরদের জন্য

যুদ্ধ ঘোষনা করতে পার

কিন্তু আমার ভাই- বোনদের কিছুই করতে পার

না!!!!!!!

আল্লাহ বলছেন

"মুসলিমরা একটি দেহের

মত,তার কোন

অংশে ব্যাথা পেলে দেহের সর্বাঙ্গে ব্যাথা অনুভব

হবে"

আর তোমরা???

ওহ!

তোমরা তো নামধারী মুসলীম

রাষ্ট্র!!!!! হে বিশ্বের ঈমানদার

মুসলিমরা এই

কাপুরুষরা পারবে না জেনেও আমরাও

কি আমাদের প্রিয় ভাই

বোনদের জন্য কোন কিছুই

করতে পারব না???? না,আমরা অবশ্যই

করতে পারব।

আমরা তাদের জন্য প্রাণ

খুলে দুহাত তুলে তাদের

জন্য দোয়া করি।আর

আমরা সবাই ঈসরাইলি পন্য ব্যাবহার

থেকে দূরে থাকি এবং অন্যকেও

দূরে রাখি। হে ফিলিস্তানের ভাই-

বোনেরা তোমরা তোমাদের

এই অধম ভাইটিকে মাফ

করে দাও।এর

চেয়ে তোমাদের জন্য

কিবাই করব।আমি যে আজ বহু দূরে।ক্ষমা কর।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245922
১৯ জুলাই ২০১৪ সকাল ০৬:২৩
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ জুলাই ২০১৪ রাত ১২:০৬
191719
কর্ণেল কুতাইবা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
245944
১৯ জুলাই ২০১৪ সকাল ০৯:০৯
ভিশু লিখেছেন : ব্যাপারটি সত্যিই অনেক দুঃখের, আক্ষেপের, অসহ্য, অসহনীয়! কিন্তু তবু ঐ কাগুজে মৃদু প্রতিবাদ আর ক্ষমা চাওয়া ছাড়া দেড়শ' কোটি মুসলিম আর তাঁদের মুনাফিক শাসকরা এখনো বলতে গেলে প্রায় নিশ্চুপ! 'জমীনে ফিতনা সৃষ্টি' না করে ইসলাম-বিরোধীদের সাথে একটেবিলে সূরাপান ও টাওয়ার নির্মাণের প্রতিযোগিতায় নেমেছেন ওরা!
২২ জুলাই ২০১৪ রাত ১২:০৯
191720
কর্ণেল কুতাইবা লিখেছেন : ওই দালালরা এখন দুনিয়ার মুহে পড়ে তাদের কর্তব্য ভুলে গেছে। আল্লাহ নিশ্চয় ওদের ছাড়বেননা। ধন্যবাদ আপনাকে।
245979
১৯ জুলাই ২০১৪ দুপুর ০১:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ পৃথিবীতে শুধুমাত্র প্রাকটিসিং মুসলমানরাই সমস্যায় আছে। গাজায়ও আব্বাস ভাল আছে। ভাল নেই হামাস। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

আপনার নিকের ছবিটা দেখতে কোন উলঙ্গ মেয়ের ছবি লাগে যদিও এটি ফিলিস্তিনের আহত মেয়ের ছবি। এটি পরিবর্তন করে আরো পরিস্কার ছবি দিলে মনে হয় ভাল হয়। ধন্যবাদ।
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৩
191721
কর্ণেল কুতাইবা লিখেছেন : হামাস তাদেন সাধ্য মত চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মোটামুটি তারা সফলও হচ্ছে। তারা পরিপূর্ণ সফল হবে ইনশাল্লাহ। আল্লাহ তাদের সাহায্য করুন।
নিকের ছবি পরিবর্তন করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।
২২ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৬
191822
টাংসু ফকীর লিখেছেন : জনাব প্রবাসী মজুমদার ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
245984
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:০১
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আমরা দূর থেকে আর কতটাই বা কি করতে পারি... শুধু দোয়া ছাড়া!
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৫
191723
কর্ণেল কুতাইবা লিখেছেন : দোয়া করাও কিন্তু কম না। আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের জন্য। ধন্যবাদ আপনাকে।
246079
১৯ জুলাই ২০১৪ রাত ০৮:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ মুসলমানরা অসহায় যার একমাত্র কারণ মুসলমান ইসলাম থেকে অনেক দুরে
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৮
191726
কর্ণেল কুতাইবা লিখেছেন : একমাত্র এই কারণেই মুসলমানদের পতন শুরু হয়েছিল। মুসলমানরা ইসলামকে আবার পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। তাহলে তারা অসহায়ত্ব থেকে ফিরে আসবে। ধন্যবাদ
246115
১৯ জুলাই ২০১৪ রাত ১০:২২
আফরা লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আজ মুসলমানরা অসহায় যার একমাত্র কারণ মুসলমান ইসলাম থেকে অনেক দুরে।

আমার ও এটাই মনে হয় ।
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৯
191728
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধন্যবাদ
246567
২১ জুলাই ২০১৪ রাত ০৪:২০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কী বলব? মুসলিমরা কবে এক হবে?
২২ জুলাই ২০১৪ রাত ১২:২১
191730
কর্ণেল কুতাইবা লিখেছেন : যেদিন তারা হিংসার পথ থেকে দ্বীনের পথে ফিরে আসবে। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File