হায়রে কপাল

লিখেছেন লিখেছেন রাফিউর রহমান ১৩ জুলাই, ২০১৪, ০৯:৫১:০৬ রাত



এই যে ম্যাডাম?

ওড়না কোথায়?

বুকটা কেন খালি?

ইভটিজারে শিঁস মারিলে,

তখন তো দেন গালি।

চুপ বেয়াদব! বলিস কীসব?

ঘরে মা-বোন নেই?

ড্যাব ড্যাব

চোখে তাকিয়ে আছিস,

দেখলি মেয়ে যেই।

মেয়ের জাতি, মায়ের

জাতি, মান্য করতে শিখ।

নইলে পরে গায়ের উপর,

পড়বে লাথির হিড়িক।

মায়ের জাতি তাই বলে কি,

এই নগ্ন চলাফেরা?

স্কীন-টাইট জামা কাপড়,

নানা জায়গায় ছেড়া?

ওড়না পরবো নাকি গলায়,

বাঁধব রঙ্গীন ফিতা।

তুদের চেয়ে ঢের বুঝি ভাল,

এটা নারীর স্বাধীনতা।

বেশ তো বুঝেন

স্বাধীনতা আর, শান-

শালীনতা ছাড়া।

চামড়া দেখানো কাপড়

গায়ে, দিয়ে যান আস্কারা।

নেই হিজাব, নেই পর্দা,

অশ্লীলতার জুড়ি।

রাস্তায় নেমে ছেলেদের

মনে,

দিয়ে যান সুড়সুড়ি।

এসব দেখে অবোধ ছেলেরা,

যেই

লেগে যায় পিছে।

তখন কেন ক্ষেপেন ম্যাডাম?

দোষ দেন কেন মিছে?

এরকম

চচলাফেরা করলে ছেলেরাত

ো পরবেই পিছে!!

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File