কেয়ামতের সামাজিক আলামত

লিখেছেন লিখেছেন নাবিলা ০৪ আগস্ট, ২০১৪, ০১:০৯:৫৩ দুপুর

কেয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে ১৫টি সামাজিক কারণ রয়েছে যার সবগুলোই প্রকাশ হয়ে পড়েছে।

যথা-

১.রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হওয়া।

২.আমানতকে হালাল মনে করা।

৩.জাকাতকে জরিমানা মনে করা।

৪.কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা।

৫.জাতির নেতৃত্ব দেবে নিকৃষ্ট লোকেরা।

৬.পুরুষ কর্তৃক স্ত্রীর আনুগত্য করা।

৭.মায়ের অবধ্যে হওয়া।

৮.বন্ধুদের সাথে ভাল আচরণ করা।

৯.পিতার সাথে মন্দ আচরণ করা।

১০.মসজিদে ঝগড়া বিবাদ করা।

১১.বেশি বেশি মদ পান করা।

১২.পুরুষ কর্তৃক রেশম পরিধাণ করা।

১৩.গায়িকা বেড়ে যাওয়া।

১৪.বাদ্য যন্ত্র বেড়ে যাওয়া।

১৫.উম্মতের শেষ যুগের লোকদের কর্তৃক পূর্বসূরীদের লানত

করা মন্দ মনে করা।

[মেশকাতুল মাসাবীহ]

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250732
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৯
হতভাগা লিখেছেন : ৬.পুরুষ কর্তৃক স্ত্রীর আনুগত্য করা।

০ এটা কিভাবে আলামত হতে পারে ?

স্ত্রীর আনুগত্য না করলে তার কাছে উত্তম হিসেবে বিবেচিত হওয়া যাবে না , ফলে সবার মাঝে উত্তম হওয়াও যাবে না ।

কেমনে কি ?
250784
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
আবু জান্নাত লিখেছেন : সত্য পথে থেকে স্ত্রীর কাছে উত্তম হতে হবে, তার অানুগত্য করে নয়, সত্যের আনুগত্য করে। অবশ্যই সংসারীক কাজে তার সাথে আলোচনা করা যেতে পারে। তাই বলে ভালো খারাপ সর্বক্ষেত্রে স্ত্রীকে প্রধান্য দেওয়া যাবে না। অনেক তো আছেন স্ত্রীর হুকুম ছাড়া উঠাবসা ও করেন না, হাদীসে এমন লোকেদের বুঝানো হয়েছে।
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:০২
195298
নাবিলা লিখেছেন : আমার হয়ে জবাব দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
250786
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৮
তরিকুল হাসান লিখেছেন : ভালো লাগল । ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০১
198558
নাবিলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
251180
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৭
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০২
198559
নাবিলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
254006
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
বাজলবী লিখেছেন : জাযাকাল্লাহ খাইর।
১৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০৩
198561
নাবিলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
255909
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপুমণি। অনেক ধন্যবাদ। তবে....... একটা কথা বলতে ইচ্ছে করছিলো, থাক..... বলবো না..... আবার না জানি রাগ করে বসেন কি না... I Don't Want To See Frustrated I Don't Want To See
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
199472
ইমরান ভাই লিখেছেন : জ্বর কমেছে....? Love Struck Love Struck
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
199481
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্ অনেকটা সুস্থ হয়েছি।
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২১
199871
নাবিলা লিখেছেন : বলে ফেলেন রাগ করবনা।
256365
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : না মানে...... বলতে চাইছিলাম...... এরকম সুন্দর পয়েন্টভিত্তিক পোস্ট দিলে যদি সাথে সাথে ডিটেইলস রেফারেন্স
256370
২০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : না মানে...... বলতে চাইছিলাম...... এরকম সুন্দর পয়েন্টভিত্তিক পোস্ট দিলে যদি সাথে সাথে ডিটেইলস রেফারেন্স সহ দিতেন...... মানে..... গ্রন্থের নামের সাথে সাথে (কোন প্রকাশনী ইত্যাদি সহ) পৃষ্ঠা নং ও হাদীস নংও যদি দিতেন...... আমার মতো অনেকের কাজে লাগতো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File