কেয়ামতের সামাজিক আলামত
লিখেছেন লিখেছেন নাবিলা ০৪ আগস্ট, ২০১৪, ০১:০৯:৫৩ দুপুর
কেয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে ১৫টি সামাজিক কারণ রয়েছে যার সবগুলোই প্রকাশ হয়ে পড়েছে।
যথা-
১.রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হওয়া।
২.আমানতকে হালাল মনে করা।
৩.জাকাতকে জরিমানা মনে করা।
৪.কারো অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা।
৫.জাতির নেতৃত্ব দেবে নিকৃষ্ট লোকেরা।
৬.পুরুষ কর্তৃক স্ত্রীর আনুগত্য করা।
৭.মায়ের অবধ্যে হওয়া।
৮.বন্ধুদের সাথে ভাল আচরণ করা।
৯.পিতার সাথে মন্দ আচরণ করা।
১০.মসজিদে ঝগড়া বিবাদ করা।
১১.বেশি বেশি মদ পান করা।
১২.পুরুষ কর্তৃক রেশম পরিধাণ করা।
১৩.গায়িকা বেড়ে যাওয়া।
১৪.বাদ্য যন্ত্র বেড়ে যাওয়া।
১৫.উম্মতের শেষ যুগের লোকদের কর্তৃক পূর্বসূরীদের লানত
করা মন্দ মনে করা।
[মেশকাতুল মাসাবীহ]
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এটা কিভাবে আলামত হতে পারে ?
স্ত্রীর আনুগত্য না করলে তার কাছে উত্তম হিসেবে বিবেচিত হওয়া যাবে না , ফলে সবার মাঝে উত্তম হওয়াও যাবে না ।
কেমনে কি ?
মন্তব্য করতে লগইন করুন