ও আমার উদাসী স্বপ্ন !!
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:০৫:১৬ দুপুর
মনের আকাশে স্বপ্নের ভিড়
সেই স্বপ্নের মাঝে এক অচেনা মুখ,
তারে খুঁজে ফিরে এই দুরন্ত মন।
কখনও অচেনা মুখটি জানান দেয়,
জীবনের সুখের ছোয়ার সেই অনূভুতি।
আবার কখন জাগিয়ে তুলে আমার দুরন্তপনা ।
ভুলিয়ে দিতে চায় আমার জীবনের,
বয়সের গন্ডি পেরানো সীমারেখা।
ও আমার উদাসী স্বপ্ন !!
তোমার স্বপ্নের বৃষ্টিতে ভিজতে ভিজেতে
আমি যে ক্লান্ত হয়ে পড়েছি ।
হে মন তোমার আকাশে এত স্বপ্ন কেন ?
বিষয়: বিবিধ
১৫৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখনই মন স্বপ্নে
দৃষ্টি করে প্রসারিত,
তখনই আমি তারে
টেনে ধরি স্বার্থপরের মত!!
স্বপ্ন দেখা খুবই সহজ
মনটাকে দিলে স্বাধীনতা,
স্বাধীন মন স্বপ্ন দেখে
ঘরে তুলে অতুলনীয় ব্যথা।
স্বপ্নে তরী তাই থামিয়ে
রাখি স্বাধীনতা দিইনা তারে,
স্বপ্নরা একত্রিত হয়ে
আমাকে নিয়ে যায় গভীর আঁধারে।
মন তবুও হয় স্বপ্নমুখী
তারে থামানো বড় মুশকিল,
সুখ আসবে মনে তবে-
দুটি মনের স্বপ্ন পাওয়া গেলে মিল।
মন্তব্য করতে লগইন করুন