ব্লগে প্রতিযোগিতার নাম হুইনা লোভ সামলাতে পারলাম না
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ১৭ মে, ২০১৫, ০২:১৬:১৬ দুপুর
ব্লগে প্রতিযোগিতার নাম হুইনা লোভ সামলাতে পারলাম না-- প্রথম পুরস্কার নেওয়ার - তাই যে রেচিপির কথা কাউরে জানামু না বলে শপথ করেছিলাম - এমন কি বিয়া করলে নিজের বৌরে না -- নিজে নিজে একা একা খামু - সেই রেচিপি প্রকাশ করে দিলাম -- প্রথম হওয়ার লোভে-
ডিম রেচিপি @@@@@@@
১-- ডিম তিনটা
২-- দুধ আধা কাপ
৩-- লবণ পরিমান মত
৪-- ৪ চামচ চিনি
৫-- মাখন হলে এক টেবিল আর তেল হলে এক চামচ
উপরের আইটেম গুলো গুছিয়ে নিন।
ডিম গুলো ভেঙ্গে জমিয়ে নিন।
এবার দুধ, লবন ,চিনি দিয়ে ভাল করে ফাটিয়ে নিন।
এবার মাখন গরম করে তাতে মেশানো ডিমের তরল দিয়ে দিন। আগুনের আঁচ খুব কম থাকবে।
নাড়তে থাকুন -- নাড়তে থাকুন- এই অবস্তায় না আসা পর্যন্ত-
এবার ঢেলে ঝটপঠ খেয়ে ফেলুন -- কাউকে না দিয়ে
মুডু মামু গোর কাছে আমার অনুরোধ --যেই ভাবে হোক কারচুপি করে হলেও আমারে প্রথম পুরুস্কার দিয়ে আমার হবু বৌ এর কাছে আমার মুখ উজ্জলের একটা ব্যবস্তা করে দিবেন-
বিষয়: Contest_priyo
১৯৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনে যে লেখা লেখেছে তাতে মনে হয় না আমি লেখলে আপনার লেখাকে টপকিয়ে কোন পুরষ্কার পাবো ^^ ^^ ^^ ^^
তাই আমি এত প্রতিযোগিতা হতে অব্যাহিত দিলাম।
কাজী লোকমান হোসেন ভাই,কোথায় আপনি? দেখা যায় না আগের মত! ফেবু থেকেও বাদ দিয়েছেন! অন্যায় টা কী??
ডিম খাইতে মন চাইছে! কী করি এখন?
এই আপনার পুরস্কার!!
মন্তব্য করতে লগইন করুন