টুডে ব্লগের ভাইয়া - আপুরা আমি কি ভূল করেছি ?
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩২:৫৪ রাত
গত কাল এক বাংলাদেশী ভাইয়ের সাথে দেখা হওয়ার পর উনি আমার কাছে জানতে চাইলেন আমি কি করি ? নিজেকে একটু আলাদা ভাবে প্রকাশের জন্য বললাম ভাই লেখা লেখি করি । উনি শুনেই এতটা আবেগময় হয়ে আমার হাত ধরে বলেন ভাই আপনার মত ব্যক্তির সাথে পরিচিত হতে পেরে আমি গর্বীত । ভাই আপনাকে আমার বাসায় যেতে হবে দুটো ডাল-ভাত খেতে হবে। ভারী বিপদে পড়লাম। ইচ্ছা না থাকলেও যেতে হল। ঘরে ডুকার সাথে ভাই বলল এই দেখ কাকে নিয়ে এসেছি। উনি লেখা লেখি করে।তাড়াতাড়ি রান্না-বান্না কর। ভাবী বলল আমি অনেক কিছু রান্না করেছি।আমার মন বলছিল আমাদের বাসায় কনো মেহমণ আসতে পারে তোমার সাতে তাই।
খাওয়ার টেবিলে ভাবী জানতে চাইল আমি কোথায় লেখা-লেখি করি ভাবীকে টুডে ব্লগের কথা বললাম। ভাবী কে বললাম খাওয়ার পর আপনাকে দেখাব আমি কি লেখা -লেখি করি। ভাবী খুশী হয়ে নিজ হাতে তুলে খাওয়ালেন।
খাওয়া শেষে টুডু ব্লগে লগ ইন করে একটা কমেন্ট করে দেখালাম।এই দেখেন আমার লেখার কি গুরুত্ব সাথে সাথে প্রকাশ করে দিয়েছে কতৃপক্ষ। ভাবী বলল ভাই আপনার নাম কেন এবেলা- ওবেলা। বললাম ছদ্মনামে লিখে সব বিখ্যাত ব্যক্তিরা -আমিও তাই।
ব্লগার ভাই এবং আপুরা আমি যে এভাবে লেখা-লেখির কথা বলে একজনের বাসায় ভূরি ভোজ করলাম এট কি ঠিক হয়েছে? আপনাদের কাছে জানতে চাই?
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@আফরামণি,
@ ব্লগার আফরা
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী-
আফরা আপু এত খাবার আমি একা কেমনে খাব আপনার জন্য ও থাকল যখন মন চায় খেয়ে নেবেনHappy @ আফরা
সামনের বার ভুইলেন না যেন.......।
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী
আমাকে জানালেই হবে,ভাবী সহ ই আসতে চেষ্টা করবো।
দেরীতে হলেও জবাব দিয়েছেন এটাই তো অনেক,নো স্যরি.....।
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
লেখার বিনিময়ে খাদ্য কর্মসূচী- এ রকম ঘটার ভয়ে এর মধ্যে আমি নাই
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
ভাইয়া আপনার আড্ডা পোষ্টের খবর কি ?আর কি আড্ডা হবে না ভাইয়া ।
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
আল্লাহ আমি এতদিন ধরে লিখি কিন্তু কেউ একটাকার বাদাম ও খাওয়াইলনা।
তবে মনে হয় আপনি চেক লেখেন মনে করছিল!!!
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
দেরীতে জবাব দেওয়ার জন্য সরী--
আরেকটি কথা হাসি-খুশির আনন্দ মাখা জীবন মেনে পথ চলায় আমি বিশ্বাসী - তাই আপনার সাথে কিছু দুষ্টামি করি-- তাই ভুল হলে জানাবেন - আশা রাখছি
@আফরামণি, ও @এবেলা ওবেলা ভাইয়া
এমন খাতির যত্নের জন্য ভাই ভাবি দেবর সবাইকে শুভেচ্ছা।
আপনার এই প্রতিভার আরো বিকশিত করবেন -- এই আশা রাখছি-
মন্তব্য করতে লগইন করুন