আমর আমি কে ভালবাসতে হলে যে কাজটি আমাদের সবার করা উচিত-Bring it On Bring it On Bring it On

লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৯ আগস্ট, ২০১৪, ০৭:৪১:৩৫ সন্ধ্যা



প্রতি মাসে একবার এপোর্মেন্ট সাক্ষেপে সেলুনে যাওয়া হয় । আজ যে যাওয়ার কথা ছিল ভুলে গিয়েছিলাম ১ মাসের ব্যবধানের কারনে।ছুটির দিন বলে ঘুমিয়ে ছিলাম হঠাৎ যে মেয়েটি আমাকে প্রতিমাসে এই কাজে সাহায্য করে তার ফোন কোথায় আমি জানতে চেয়ে আমি সরি বলে ভুলে গিয়েছিলাম বললাম এবং কিছুক্ষণের মধ্যে আসছি বলে রওনা দিলাম ততক্ষনে যে দেখি আমার পরবর্তি সিরিয়ালের ভদ্রমহিলা হাজির।আমাকে দেখে মেয়েটি বলল আমার দেরীর কারণে আমাকে আধঘন্টা অপেক্ষা করতে হবে । তাই ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি যে দোকান গুলি থেকে আমি পোশাক কিনি দেখি ""মেড ইন বাংলাদেশের"" কি নতুন পোষাক এসেছে ।যেয়ে দেখি ওয়াও অনেক কিছু আর দেরী না করে ৫ টা টি-শার্ট এবং দুইটা জিন্স কিনলাম।বলে রাখি এখানে আমার দীর্ঘ এই প্রবাস জীবনে আমার সমস্ত কাপড় "মেড ইন বাংলাদেশ"



পাঠক ভাবছেন আমি কেন নিজের ঢোল এভাবে পিঠালাম।দুঃখিত এভাবে নিজেকে নিয়ে লেখার জন্য। আমার শুধু এইটুকু বলা যারাই প্রবাসে থাকেন একটু কষ্ট করে দোকানে দোকানে ঘুরে ""মেড ইন বাংলাদেশ"" লেখা জিনীষ টি কিনুন আমাদের দেশের তৈরী জিনীষ টি বিশ্বের বুকে জনপ্রিয় করে তুলুন।

নিছে আমার আজ কিনা টি শার্টের ছবি দিলাম কেমন মানিয়েছে বলতে ভুলবেন না আশা রাখছি-- Tongue Tongue Tongue



বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252664
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
196782
এবেলা ওবেলা লিখেছেন : ধন্যবাদ আপু--
252677
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
আফরা লিখেছেন : আপনার দেশপ্রেম দেখে ভাল লাগল ।আমিও যখন দোকানে কোন কাপড় বা জুতাতে মেড ইন বাংলাদেশ লেখা দেখি খুব ভাল লাগে ।

ভাইয়া ছবি মুখ কেটে দিয়েছেন কেন ঘুড়তে ঘুড়তে যদি কখনো আপনার সাথে দেখা হয়ে যায় তাহলে চিনতে পারতাম ।এখন তো চিনব না ।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৩
196789
এবেলা ওবেলা লিখেছেন : আপনার এই দেশপ্রেমের জন্য ধন্যবাদ--

(অপঠিক- এমনি নিজের ঢোল পিঠিয়েছি বলে মনে হয় লেখাটির মাঝে -- এর পর নিজের এই কুৎসিত মুখ দেখিয়ে পাঠক কে বিরক্ত করতে চাই না--)
252731
১০ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজের কথা নিজে বললে কি সমস্যা আমি বুঝিনা! আপনার বা আমার কথা নিয়ে যদি কেউ ভালো কিছু শেখে এটাই পরম পাওয়া.... দেশপ্রেম থাকা অবশ্যই জরুরী, আপনাকে ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৪ সকাল ১০:০২
196945
এবেলা ওবেলা লিখেছেন : মত প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
254085
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : Sears, Bay, Gap, Walmart সহ কানাডার বড় শপিং মলগুলোতে ঢুকলে যে পোশাকটা সবচেয়ে বেশি পছন্দ হয় উল্টালে দেখা যায় মেড ইন বাংলাদেশ লেখা। ভাল লাগে যে আমাদের দেশের তৈরি পোশাক এসব দেশের মানুষ পড়ছে। তবে এবারের ঈদে দেখলাম জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় দেশের গার্মেন্টস এর বাজারটা চীন এবং ভারত দখল করেছে।

ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck
১৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
198224
এবেলা ওবেলা লিখেছেন : মাটির টান,মাটির ঘ্রান কি এই প্রবাসে এসে খুব উপলব্দি করি,, আপনার মত প্রকাশের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File