টুডে ব্লগের সর্বোচ্চ মন্তব্যকারী দের নিয়ে যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে -- আপনি জানেন কি ?
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৮ আগস্ট, ২০১৪, ০৩:২৭:০১ দুপুর
এই সপ্তাহে সর্বোচ্চ মন্তব্যকারী করেছেন” এই কথা নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে বলা হয়েছে এইভাবে ” এই সপ্তাহে সর্বচ্ছো মন্তব্য নির্বাচনে দুইটি কমেন্ট করে প্রথম হন আফরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতভাগা ,বুড়া মিয়া ,রিদওয়ান কবির সবুজ,বাজলবী,সন্ধাতারা,সজল আহমেদ,চিরবিদ্রোহী,কাজি সাকিব,স্বপ্নের ফেরিওয়ালা।
এই খবর নিয়ে চলচিত্র পরিচালক মাজহার যেভাবে বলছেন “হে ভাই এই সপ্তাহে আসিতেছে সর্বোচ্চ মন্তব্যকারী আফরা নিয়ে নির্মিত ছবি "টুডে ব্লগার আফরা"
এই ফলাফল নিয়ে জাফর উল্লাহ শারাাফাত কে বলতে বলা হলে তিনি বলেছেন এই ভাবে , “একটি কথা না বললেই নয়, এই আফরা কিন্তু সবসময় ব্লগের সাথে আছেন তিনি এইভাবেই সর্বোচ্চ মন্তব্যকারী হয়ে থাকেন দুইটি কমেন্ট করে”
বরিশালের আবুল মামা এই খবর হুইনা বলেছেন এইভাবে ” হেইয়া মনু এক্কান খবর হুনছ আফরা নাকি দুইহান কমেন্ট কইর্যা প্রথম হইছে”
বিষয় টি নিয়ে একটু ফান করার জন্য কেউ মন কষ্ট নিবেন না আশা রাখছি।
যখনেই অইলাইনে আসা হয় আর এই ব্লগে একবার করে-ডু মারি ।আর পারলে কিছু কমেন্ট করার চেষ্টা করি।তাই আমার অনুরোধ এই ব্লগটাকে জনপ্রিয় করে তুলার জন্য আপনারাও অন্যের পোষ্টে গিয়ে কিছু লিখবেন আশা রাখছি---
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমারে ওবিনণ্দন
সে আমাদের একজন খুবই ভালো দ্বীনি বোন। আপনার এহেন পোস্ট করা উচিত হয়নি। আপনার পোস্ট ডিলিট করার অনুরোধ করবো সে দেখার আগেই। আশাকরি পদক্ষেপ নিবেন
আমি সবার পোষ্ট বা সব ধরনের পোষ্টই পড়ি ।কিছু পোষ্ট পড়ে আমি আনন্দ পাই আবার কিছু পোষ্ট পড়ে আমার জীবনের জন্য শিক্ষা গ্রহন করি ।
আমার পোষ্টে যখন কোন ভাইয়া বা আপু কমেন্ট করে আামি অনেক খুশী ও আনন্দিত হই ।
সেটা ভেবেই আমি ও সবার পোষ্টে কিছু না কিছু বলার চেষ্টা থাকে ।
তাতে ১০ ভিতর থাকলাম কি থাকলাম না এটা নিয়ে কখনো ভাবি নি ।
তবে আজকে আপনার পোষ্ট পড়ে বেশ ভালই লাগছে সর্বোচ্চ মন্তব্যকারি হিসাবে ।
আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন