টুডে ব্লগের সর্বোচ্চ মন্তব্যকারী দের নিয়ে যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে -- আপনি জানেন কি ? Give Up Give Up Give Up

লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ০৮ আগস্ট, ২০১৪, ০৩:২৭:০১ দুপুর



এই সপ্তাহে সর্বোচ্চ মন্তব্যকারী করেছেন” এই কথা নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে বলা হয়েছে এইভাবে ” এই সপ্তাহে সর্বচ্ছো মন্তব্য নির্বাচনে দুইটি কমেন্ট করে প্রথম হন আফরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হতভাগা ,বুড়া মিয়া ,রিদওয়ান কবির সবুজ,বাজলবী,সন্ধাতারা,সজল আহমেদ,চিরবিদ্রোহী,কাজি সাকিব,স্বপ্নের ফেরিওয়ালা

এই খবর নিয়ে চলচিত্র পরিচালক মাজহার যেভাবে বলছেন “হে ভাই এই সপ্তাহে আসিতেছে সর্বোচ্চ মন্তব্যকারী আফরা নিয়ে নির্মিত ছবি "টুডে ব্লগার আফরা"

এই ফলাফল নিয়ে জাফর উল্লাহ শারাাফাত কে বলতে বলা হলে তিনি বলেছেন এই ভাবে , “একটি কথা না বললেই নয়, এই আফরা কিন্তু সবসময় ব্লগের সাথে আছেন তিনি এইভাবেই সর্বোচ্চ মন্তব্যকারী হয়ে থাকেন দুইটি কমেন্ট করে”

বরিশালের আবুল মামা এই খবর হুইনা বলেছেন এইভাবে ” হেইয়া মনু এক্কান খবর হুনছ আফরা নাকি দুইহান কমেন্ট কইর‍্যা প্রথম হইছে”

বিষয় টি নিয়ে একটু ফান করার জন্য কেউ মন কষ্ট নিবেন না আশা রাখছি।

যখনেই অইলাইনে আসা হয় আর এই ব্লগে একবার করে-ডু মারি ।আর পারলে কিছু কমেন্ট করার চেষ্টা করি।তাই আমার অনুরোধ এই ব্লগটাকে জনপ্রিয় করে তুলার জন্য আপনারাও অন্যের পোষ্টে গিয়ে কিছু লিখবেন আশা রাখছি---

বিষয়: বিবিধ

১৮৮৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252288
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইজান মুই অহন পর্যন্ত পেরায় ৬ হাজার মন্তব্য করিয়া সম্ভবত বলগ পয়দা হওনের পর থিক্যা সবার উপরে আছি,তয় মুরে লইয়া কেও লিখেনা।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
196401
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হাহাহাহা
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫০
196404
এবেলা ওবেলা লিখেছেন : জ্বালো জ্বালো আগুন জ্বালো- টুডে ব্লগের মন্তব্যের তালা ভাংগবো প্যরিস ভাই কে সর্বোচ্চ মন্তব্য কারি বানাবোTongue
252291
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্য করে প্রথম স্থান অধিকার করা কম কথা নয়! মন্তব্য কারক কারনিদেরকে আমাদের তরফ হইতে আন্তরিক অভিনন্দন।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
196406
এবেলা ওবেলা লিখেছেন : আপনাদের কে ধন্যবাদ ব্লগারদের সাথে থেকে ব্লগ টাকে জমিয়ে তোলার জন্য--
252304
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আমি মাগার শেষ দিক থেইকা পরথম।
আমারে ওবিনণ্দন
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৯
196680
এবেলা ওবেলা লিখেছেন : ব্লগের এই জীবন প্রাণচঞ্চলতার আপনার এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া-Good Luck Good Luck
252306
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৯
সন্ধাতারা লিখেছেন : As a human being sometimes we need a pure fun what I like. Thanks for this post.
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
196677
এবেলা ওবেলা লিখেছেন : আপনার এই উচ্ছ মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি--Good Luck Good Luck
252308
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৫
ইমরান ভাই লিখেছেন : @ওবেলা,
সে আমাদের একজন খুবই ভালো দ্বীনি বোন। আপনার এহেন পোস্ট করা উচিত হয়নি। আপনার পোস্ট ডিলিট করার অনুরোধ করবো সে দেখার আগেই। আশাকরি পদক্ষেপ নিবেন Frustrated Frustrated
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
196674
এবেলা ওবেলা লিখেছেন : জীবনের পথচলার মাঝে কিছুটা ফান করে ম্যসেজ দেওয়ার মাঝে আনন্দ আছে আমি মনে করি তাই আমার এই ব্যর্থ প্রচেষ্টা কে ভুল বুঝবেন না -- আশা রাখছি- Good Luck Good Luck
252309
০৮ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০০
বুড়া মিয়া লিখেছেন : কোন কূটচালে হতভাগা এবং আফরা আমাকে পিছনে ফেলে দিলো ব্যাপারটা অত্যন্ত চিন্তার বিষয়! পূর্বেও আমি দৈনিক গড়ে ১০/১২ রেডীমেড এবং কাষ্টমাইজড কমেন্ট করে দেখেছি শীর্ষে ছিলাম, বেশ কিছুদিন বিরতির পর ফিরে এসে আবার সে স্থান ছিনিয়ে নিয়েছিলাম! কিন্তু শেষ পর্যন্ত হতভাগা আর আফরা আমাকে কৌশলে পিছিয়ে দিলো - এ নিয়েও পূর্ণ-দৈর্ঘ্য-ছায়াছবি কাম্য! নামকরণ করে নিয়েন।
০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২০
196670
এবেলা ওবেলা লিখেছেন : আবারও আপনাকে প্রথম স্তানে দেখতে চাই ভাইয়া--Good Luck Good Luck
252346
০৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
আফরা লিখেছেন : আমি ভাল মানের ব্লগার নই ,ভাল বা গঠন মূলক কমেন্টও করতে পারি না সেটা আমি ভাল করেই জানি বা বুঝি ।

আমি সবার পোষ্ট বা সব ধরনের পোষ্টই পড়ি ।কিছু পোষ্ট পড়ে আমি আনন্দ পাই আবার কিছু পোষ্ট পড়ে আমার জীবনের জন্য শিক্ষা গ্রহন করি ।

আমার পোষ্টে যখন কোন ভাইয়া বা আপু কমেন্ট করে আামি অনেক খুশী ও আনন্দিত হই ।

সেটা ভেবেই আমি ও সবার পোষ্টে কিছু না কিছু বলার চেষ্টা থাকে ।

তাতে ১০ ভিতর থাকলাম কি থাকলাম না এটা নিয়ে কখনো ভাবি নি ।

তবে আজকে আপনার পোষ্ট পড়ে বেশ ভালই লাগছে সর্বোচ্চ মন্তব্যকারি হিসাবে ।

আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ।



০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৯
196669
এবেলা ওবেলা লিখেছেন : আপনার এই সর্বাত্মক প্রচেষ্টা যে এই ব্লগটাকে প্রাণময় করে তোলা এই জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি--Good Luck Good Luck
252421
০৮ আগস্ট ২০১৪ রাত ১১:৪৬
বৃত্তের বাইরে লিখেছেন : অভিনন্দন আফরাকে Love Struck Rose Good Luck


০৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৭
196668
এবেলা ওবেলা লিখেছেন : আপনারেও ঐ লিস্টে নাম দেখবার চাইHappy Happy
252708
০৯ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো
১০ আগস্ট ২০১৪ সকাল ১০:০৩
196946
এবেলা ওবেলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে,,,,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File