ঈদ উপলক্ষে একটা লুঙ্গি কিনলাম - আমার মত কেউ লুঙ্গি কিনলে হাত তুলবেন - আশা রাখছি---D
লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ২৬ জুলাই, ২০১৪, ০৪:১৯:৩৩ বিকাল
লুঙ্গি আমার অত্যান্ত প্রিয় পোষাক । লুঙ্গি ছাড়া একটি রাতও আমার কাটে না ।
তবে লুঙ্গি নিয়ে অনেকেরই নেতিবাচক মনোভাব আছে । কার কথা কি বলবো আমার কিছু বন্ধুরাই লুঙ্গি পছন্দ করে না । (তাদের ধিক্কার জানাই)
* জীবনে কারো সাথে প্রেমে না পড়ার একমাত্র এই লুঙ্গিপ্রেমী বলে--
* ছোটকালে ফুফুবাড়ী যেতাম বেড়াতে । বেশীরভাগ সময়ই শীতকালে যেতাম । তো লুঙ্গি পড়ে ঘুমাতাম তখনও । প্রতিদিন সকালে দেখতাম কম্বলের নিচে লুঙ্গি কাথার মত জরাইয়া শুইয়া আছি ।
একদিন খেয়াল করলাম আমার সাথে শোয়া আমার বড় ভাই(কাজিন) উনিও কম্বলের নীচে লুঙ্গি কাথার মত জরাইয়া শুইয়া থাকে ।
ওনারে জিজ্ঞেস করলাম আপনিও লুঙ্গি এমনে পরেন ।
ভাইয়ে কইলো এইটা হচ্ছে লুঙ্গির হাজারো সুবিধার একটি ।
লুঙ্গিবিদ্বেষীরা শুনে রাখোঃ
*কোন পোষাক নিয়ে বাংলাদেশে নাটক হয়েছে কিনা জানিনা । তবে লুঙ্গি নিয়ে নাটক হয়েছে । এমনকি নাটকের নামও লুঙ্গি ।
*বাংলাদেশে কোন পোষাক নিষিদ্ধ হয়েছে কিনা জানিনা তবে লুঙ্গি নিষিদ্ধ হবার কথা উঠেছিলো (বারিধারাতে) । যদিও আমাদের লুঙ্গি প্রেমী ভাইদের একনিস্ঠ প্রতিবাদে সেই পরিকল্পনা ধুলিস্যাত্ হয়ে গেছে ।
*বাংলাদেশে কোন পোষাকের পক্ষে মিছিল হয়েছে কিনা জানিনা তবে লুঙ্গি নিয়ে হয়েছে (বারিধারাতে) ।
*এমনকি ভারতের বলিউডেও লুঙ্গি নিয়ে গান হয়েছে । "লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স" শিরোনামে গানটিতে অভিনয় করেছে শাহরুখ খান ও দীপিকা ।
লুঙ্গির পক্ষে আরও অনেক কিছু লেখা যেত কিন্তু লেখলাম না ।:
তাই সবাইকে বলছিঃ
" লুঙ্গি পড়ুন
আরামে থাকুন "
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরামে থাকুন
হোক সেটা কমনওয়েলথ এর মিটিং অথবা চা-নাস্তা খাওয়া।
আমাদের দেশের প্রেসিডেন্ট এর উচিত লুঙ্গি আর ফতুয়া পড়ে যাওয়া।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো, এবেলা ওবেলা,এত নিক
লেখা থেকে, মাঝে মধ্যে ইসলামের পক্ষে লিখেন!! তাই বুঝি মনসুর আহামেদ ভাই, আপনাকে লিস্টে রেখেছে, জন প্রিয় ব্লগার হিসাবে!!!!!
মন্তব্য করতে লগইন করুন