“পাবার মতো চাইলে পাওয়া যায়”-৩৮পর্ব
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫১:৩৩ সকাল
“পাবার মতো চাইলে পাওয়া যায়”
কিশোর কারুণিক
উপন্যাস-৩৮পর্ব
“তাই ?”
শ্রাবস্তী বলল, “আপনি একজন আজব মানুষ।”
“আমার ভিতর আপনি আবার কী দেখলেন?”
“আপনি তো কিছুই বলছেন না। শুধু সায় দিয়ে যাচ্ছেন। সবই বুঝতে পারছেন অথচ আমার কাছে বোকা সাজছেন।”
“না-না, আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন। তাই শুনতে ভাল লাগছে। আর একটা কথা কি জানেনÑকিছু শুনতে হয় কিছু বলতে হলে।”
“তাহলে এবার তো আপনার পালা এতক্ষণ আমার কথা শুনছেন । এবার আপনি বলবেন আমি শুনব। কমলালেবুর দিকে ইশারা করে কথা শেষ করল শ্রাবস্তী।
“কী বলব?”
“আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন?”
আমি বললাম, “নাÑআপনি পারেন বুঝি?”
“খুব একটা না। তবে কিছু..।
“করেন না, একটা কবিতা আবৃত্তি।”
“আচ্ছা লোক তো আপনি। এখন আপনার পালা। না-না আপনি আগে বলবেন তারপর আমি।”
আমি বললাম, “দেখেন কবিতা পড়া উপেক্ষা করে কোন কথায় চলে না। কবিতা এমন এক গুপ্ত রহস্য যা বিভিন্ন জনের কাছে একক রকম। আমার দর্শন হচ্ছে, তুমি যদি শুদ্ধ চিন্তনের অধিকারী হতে চাও, তবে এমন কিছুকে পাবার চেষ্টা করো যা তুমি সহজে পাবে না, সহজে বুঝতে পারবে না তাকে।”
“আমারও এক দর্শন আছে, কি জানেন?”
কৌত’হলী স্বরে বললাম, “কী?”
“যে কবিতা ভালবাসে, সে নিশ্চয় কোন নারীকে ভালবাসে। সে যে কোন নির্জন জায়গায় থাকতে ভালবাসেÑস্বপ্ন দেখতে পারে, মন চাইলেই সব কিছু করতে পারে।”
“তবে কি, এমন গুণের অধিকারীর দেখা এখনো পাননি?”
শ্রাবস্তী বলল, “হ্যাঁ এবং না, দুটোই হতে পারে।”
“আপনি খুব হিসাবে করে কথা বলতে পারেন তো!”
“আপনিও।”
“আচ্ছা আপনার সাথে সম্পর্ক করার জন্যে যে ছেলেগুলো আপনার পেছনে লেগেছিল,তাদের সম্পর্কে আপনার ধারণা কী?”
“আমি বলব ওরা এক একটা রাম ছাগল।”
“কেন, রাম ছাগল কেন?”
“আপনি কি আমার ইন্টাভিউ নিচ্ছে?”
বিষয়: সাহিত্য
১১০০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন