ভোর না হতেই

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৬ এপ্রিল, ২০১৫, ০২:০৭:৫০ দুপুর

ভোর না হতেই

---কিশোর কারুণিক

ভোর না হতেই চারদিক অন্ধকার হলো

স্বপ্ন গুলো ঘুমিয়ে গেল

না বলেই যে আসছিল চুপিসারে

চুপিসারেই চলে গেল তেমন ভাবে

বিষন্ন হলো মনটা

কাঁদলো আকাশ কাঁদলো বাতাস

কাঁদলো আমার অন্তরটা

হয়তো সে আমার সব কিছুতে থাকত

আমার বিশ্বাসে, আস্তাতে

পৃথিবী যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল

বশে আসছে না আমার ভাবনাগুলো

বশে আসছে না বোকা কান্ন

যা সহজে ভুলে যেতে চাই

ততবেশী মনে পড়ছে তা

তাহলে সে কী আমার কেউ ছিল

কেন কষ্ট পাচ্ছি, কেন দুঃখ

ক্ষনেকের সময়ে সেআপন হয়ে গেল

এন বলছে সে আসবে আবার আসবে

তার পদধ্বনি শুনতে পাচ্ছি আমি

সে আসবে নিশ্চয় আসবে

যার পথ চেয়ে এখনো আমি ।







বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315296
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৫
256796
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ আপনাকে
315373
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পথ চেয়ে থাকা......!
অপেক্ষা শেষ হোক বিয়ে হোক, সংসার হোক, ধন্যবাদ।
315783
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৫
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File