সময় পার করা

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ০৮ এপ্রিল, ২০১৫, ১২:৫৩:৩৯ দুপুর



---কিশোর কারণিক

অনেক দিনের জমানো কথাগুলো

গুমরে কেঁদে উঠলো।

বেঁচে থাকার প্রত্যাশা নিয়ে

পথ চলতে গিয়ে

প্রতি পদে বাধা বিপত্তি

শুকনো পাতার মর্মর ধ্বনি

উদাসী আকাশ বাউল বাতাস

মন মরা তালমাটাল এদিক ওদিক

ভালবাসা নিরুদ্দেশ অচিন দ্বীপে

তবু সমীরণের ছোঁয়া নিতে

রোদেও আলো গায়ে মেখে

বারির ধারায় ভিজতে

এখনো ইচ্ছা করে

ভালবাসতে কাছে যেতে

নীরব চোখের ভাষা

এখন নীরব পথ চলা

ভাললাগার অনুভূতিগুলোয়

সোহাগে সোহাগে

আর কিছুক্ষণ

চুপচুপ তোমার অপেক্ষায়

শুধু সময় পার করা ।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313643
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৩০
256797
কিশোর কারুণিক লিখেছেন : রোদেও আলো গায়ে মেখে

বারির ধারায় ভিজতে

এখনো ইচ্ছা করে
313656
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : করেন করেন অপেক্ষা, আসলেই মরণের কষ্ট ঘুছে যাবে!
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
256880
কিশোর কারুণিক লিখেছেন : এখনো ইচ্ছা করে
313666
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৭
আবু জান্নাত লিখেছেন : Good Luck সুন্দর লিখছেন Good Luck
313691
০৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
315862
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File