ভুলা যায় না

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১১ মার্চ, ২০১৫, ০৯:৫৩:০৯ রাত



--কিশোর কারুণিক

কত কিছুর সময়ের

কত কিছুর সময়ের পরিক্রমায় রঙ বদল

কখনো সাদা

কখনো কালো

কখনো লাল

কখনো ধূসর

জীবনের পঙতি মালায়

রৌদ্রছায়া

সুখ দুঃখ

ক্ষনিকের সময়ে বড় আয়োজন

তোমার স্মৃত হাসি

এদিক ওদিক

সবুজের সুগন্ধিতে সমীরণ

বিন্দু বিন্দু বারি

কাক্সিক্ষত

অনাকাক্সিক্ষত

অজস্র ঘটনার মাঝেও

তোমাকে ভুলা যায় না

তোমাকে ভুলা যায় না।

বিষয়: সাহিত্য

৯৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308711
১৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
বাজলবী লিখেছেন : ভুলবেন্না
315866
১৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৯
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File