সুন্দর প্রস্ফুটিত ভোরের অপেক্ষায়

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ০১ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৫:০৩ বিকাল



------ কিশোর কারুণিক

আমি একটি সুন্দর প্রস্ফুটিত ভোরের পেক্ষায়

উন্মুখ হয়ে বসে আছি।

রক্তিম আভায় লাল হয়ে উঠবে সবদিক

থাকবে না হানাহানি,থাকবে না হিংসা বিদ্ধেষ

গুণগুণ করবে পাখি মানবিক কোল্লোল সবত্র

প্রতিদিন ঘুম ভাঙে

রবির আলোতে দেখি রক্তের হোলি খেলা

হত্যা, হাঙ্গামা নষ্ট হবার সব কিছু

বুকের ভেতরটা কেদেঁ ওঠে ;

আমি জানি, নষ্টরা আমাকে বলবে

ও দূর্বল, কেড়ে নেবার ক্ষমতা নেই ওর ।

ওদের কথায় আমি গুরুত্ব দিই না

ওরা অবুঝ, বারংবার প্রার্থনা করি

মানুষ করো ওদের প্রভু সুবুদ্ধি দাও ।

নষ্টরা সবকিছু নষ্ট করতে চায় ।

সব জায়গায়, সর্ব ক্ষেত্রে ওদের বিচরণ

অনেক ভেবেছি, অনেক সয়েছি

সুবুদ্ধি ওদের হয় নি;

ধীরে ধীরে সব কিছু গ্রাস করতে চায় ওরা

শরীরের পবিত্রতা, চিন্তার সাবলীলতা ।

বামে ডানে অন্ধকার সামনে যেন মহাদূর্যোগ ।

আর বসে থাকা নয়, আর ভিরুতা নয়

এবার সম্মুখ প্রতিরোধ ।

যে অবস্থায় থাকা সেখান থেকেই

এখনই সম্মুখ প্রতিরোধ

প্রতিরোধের বলিষ্ট সময় এখনই ।

বিষয়: সাহিত্য

৮৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290279
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
290283
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো। Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File