’পাবার মতো চাইলে পাওয়া যায়‘

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৮:৩২ বিকাল



’পাবার মতো চাইলে পাওয়া যায়‘

----কিশোর কারুণিক

উপন্যাস-৬র্ব

কথায় যেন কেমন একটা মায়াবী টান। হয়তো আমি চলে গেলে শ্রাবস্তীর একটু অসুবিধা হবে। অনেক ছেলে-মেয়ের সাথে আমার উঠা বসা আছে । কিন্তু শ্রাবস্তীকে সবার থেকে যেন একটু আলাদা মনে হচ্ছে।

একটু মুচকি হেসে ওর পানে তাকিয়ে বললা, “না, বাড়িয়ে যেতে হলে এই ট্রেনেই যেতে হবে।”

“তাই না কি? তবে তো ভালোই হলো।”

একটু খুশি খুশি যেন শ্রাবস্তী। আমিও খুশি খোলামে,লা ব্যবহারে। একটু কৌত’হলী ভাবে বললাম, “ ভালো মানে?”

একটু থতমত ভাবে শ্রাবস্তী বললো, “না-মানে একা থাকতে হবে না তাই।”

আমি কিছু বললাম না। সিটে বসে পড়লাম। মেয়েরা অপরিচিত কোন ছেলের সাথে এই অল্প সময়ে খোলা মনের পরিচয় দিতে পারে-এটা আমার প্রথম অভিজ্ঞতা। একজনকে দিয়ে দশজনের সম্পকে’ ধারণা করা ঠিক নয়। তবে এইটুকু বুঝতে পারছি আমাকে হয়তো বিশ্বাস করেছে শ্রাবস্তী । আমি সাথে থাকলে ওর একাকীত্ব কিছুটা ঘুচবে! আমি যদি শ্রাবস্তীর সাথে একটু খারাপ ব্যবহার করি, তাহরে কেমন হয়! আশে-পাশে তেমন কোন লোকজনও নেই। ইঞ্জিনের ক্রটির জন্য ট্রেন ছ্ড়তে বিলম্ব হবে। কাছে ধারে যাদের গন্তব্য তারা অনেকেই চলে যাচ্ছে। শরীরে কেমন একটা ভাব জাগছে। কোন পুরুষকে আর্কষণ করার মত সমস্ত গুণাবলী শ্রাবস্তীর আছে। ছিঃ ছিঃ মনে কী সব জাগছে । চুপচাপ থাকা ঠিক হবে না। আমি যেমন ভাবছি, শ্রাবস্তী হয়তো এরকমই কিছু ভাবছে। এক যুবক এক যুবতী সামনা-সামনি বসে আছে, যাদের মাঝে কোন সম্পর্ক নেই; মন কিছুটা বেসামাল হতেই পারে।

স্টেশন থেকে কেনা আজকের পত্রিকাটি বের করে পড়তে লাগলাম। শ্রাবস্তী হয়তো আমার সাথে আর কথা বলবে না। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমাদের মাঝে কোন কথা হচ্ছে না। পত্রিকার এক পৃষ্টা কি শ্রাবস্তীকে পড়তে দেব! পত্রিকার পৃষ্টার এক কোণা নামিয়েই দেখি, শ্রাবস্তী কী একটা বই এর পৃষ্টা উল্টাচ্ছে। এতক্ষণ ওর ব্যাগ থেকে বই বের করেছে শ্রাবস্তী। পত্রিকা পড়তে আর ইচ্ছা হচ্ছে না । শ্রাবস্তী কি ভাবছে, আমি ভাব দেখাচ্ছি? একটু নড়ে চড়ে বসল শ্রাবস্তী। ওর হাতের বইটা জীবনান্দ দাসের । হয়তো খোলা বই বন্ধ করার ভান করে বই এর লেখকের নাম দেখ্ল আমাকে। বই ফেরিওয়ালার কাছে জীবনানাদ দাসের বই চেয়েছিলাম। শ্রাবস্তীকে তো চালাক মনে হচ্ছে! ও কীভাবে জানলো বইটা আমার খুবই প্রয়োজন? তবে কি আমার প্রয়োজনের সাথে ওর প্রয়োজনের মিল আছে! শ্রাবস্তী সাহিত্যিক নয়তো! তবে কি, বই পড়ার নেশা আছে? না হলে ওর কাছে বই কেন! শ্রাবস্তী কি বইটা পড়তে দেবে আমাকে ? শ্রাবস্তী মায়াবী চাহনিতে আমার পানে তাকাল, চোখে-চোখ পড়ে গেলে বুকের ভিতর কেমন আগুন জ্বলে উঠলো। না-এখানে বসা যাবে না। শ্রাবস্তীকে আমি বুঝতে পারছি না।

কী জানি, কী আছে ওর মনে! ২৪/২৫ শীত গ্রীষ্ম পার করে এসেছি, কোন বদনাম নেই। কারোর সাথে আমার খারাপ সম্পর্কও নেই। আমি সবার কাছে যেন আদরের।

নিয়মিত চলবে

বিষয়: সাহিত্য

৮২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262054
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : কিশোর কারুণিক ভাই, আপনাকে টুডে ব্লগে স্বাগতম। আশা করি টুডে ব্লগে থাকতে পারবেন। আমি আলমডাঙ্গার ছেলে। এই ব্লগে সবাই সবাইকে সমীহ করে। তবে একটা বিষয় মেনে চলবেন এই ব্লগে, কারো কমেন্ট বেশী ভালো না লাগলে এড়িয়ে যাবেন। সাহিত্যকে সবাই সমীহ করে এখানে।
অন্যদের ব্লগে কমেন্ট করুন।
এবং টুডে ব্লগে আপনার ব্লগিং শুভ হোক।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৭
206044
কিশোর কারুণিক লিখেছেন : ভাই আিম িক েতামােক িচিন?
েতামােক অেনক ধন্যবাদ
েদখা িদেল ভাল লাগেতা
262058
০৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
মামুন লিখেছেন : সবগুলো পর্ব পড়া হয়নি। সবগুলো পড়ে ভালো লাগাটা জানাতে পারবো ইনশা আল্লাহ।
ভাষা প্রাঞ্জল এবং গাঁথুনি মজবুত।
শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
206045
কিশোর কারুণিক লিখেছেন : Good Luck
262101
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৮
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ
262102
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৯
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ
262111
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০২
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৫
206070
কিশোর কারুণিক লিখেছেন : আনােক ধন্যবাদ
262124
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৬
262160
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৯
কাজি সাকিব লিখেছেন : পিলাচ
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
206149
কিশোর কারুণিক লিখেছেন : Good Luck
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
206150
কিশোর কারুণিক লিখেছেন : Good Luck
262174
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২২
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
206151
কিশোর কারুণিক লিখেছেন : ~:>

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File