খুব ইচ্ছ্া করছে
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২৩ আগস্ট, ২০১৪, ০৯:৩২:৫০ রাত
খুব ইচ্ছ্া করছে
কিশোর কারুণিক
খুব ইচ্ছ্া করছে
তোমাকে একটু দেখতে
কাছে এসে ছুয়ে দিতে
তোমাকে ভালবাসতে ॥
রঙের খেলায় আলাপন
তুই যে আমার আপনজন ॥
ভাললাগার সারাবেলা
চল খেলি প্রেমের খেলা ।।
দেব না তোমায় চলে যেতে
পরিচয় যে অনেকক্ষণ
চল বাধি শক্ত বাধন ॥
ঋালবাসায় চলে মেলা
চল রে মিঠায় প্রেমের জ্বালা ।।
মন চায় তোমাকে ভালবাসতে
বিষয়: সাহিত্য
৭৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন