ভালবাসার চলন বিলে

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২১ আগস্ট, ২০১৪, ০৯:০২:৫৪ রাত

ভালবাসার চলন বিলে

কিশোর কারুণিক

ভালবাসার চলন বিলে

তুমি আর আমি দুটি ফুল

ভেসে বেড়াব একুল দুকুল

অনেক দূর

দেখা হবে কত কিছু

শিখা হবে বিচিত্র কিছু

তোমার চোখের ভাষায়

আমার কবিতা লেখা

তোমার সোহাগে

আমার গান করা

আমার আদরে তুমি রাঙা হবে

আমার ভালবাসায় তুমি মুক্তা পাবে

তুমি সুখ পাবে আমার সুখেতে

আমি দিশা পাব তোমার ইশারায়

দিন যাবে দুঃখেতে

দিন যাবে হাসিতে

প্রেম হবে

জীবন যাবে

আবার জীবন আসবে

ভালবাসার পরিক্রমায় ।

বিষয়: সাহিত্য

৮৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256905
২১ আগস্ট ২০১৪ রাত ১১:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... Fantastic Fantastic
২২ আগস্ট ২০১৪ রাত ১১:২৩
200926
কিশোর কারুণিক লিখেছেন : ~:>
257230
২২ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File