আদিগন্ত রেখায়
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৫ আগস্ট, ২০১৪, ০৪:৩৯:২৭ বিকাল
আদিগন্ত রেখায়
কিশোর কারুণিক
গোধূলীর স্নেহমাখা আদর
আকাক্সক্ষাময় অন্তর
সে দিনের কথা
আজ স্মৃতি
ভুলেছি অনেক কিছু
তবু মনে পড়ে তোমাকে
তোমার মিষ্টি হাসি
যাদুকরী দৃষ্টি
রকম আনকোড়া
ভাললাগায় ভালবাসা
প্রেম হৃদয়ে
সভ্যতার চিরন্তনে
আদিগন্ত রেখায় ।
বিষয়: সাহিত্য
৯৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন