জীবন সংগ্রাম
লিখেছেন লিখেছেন গোনাহগার ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৩:০৫ রাত
অনেক বিজি। লেখালেখির সময় একদম পাচ্ছি না। মনটা সবসময় ব্যাকুল থাকে আল্লাহর কথা, রাসূল(সাঃ)-এর কথা, ইসলামের কথা প্রচার করি। কিন্তু হায়, জীবন-জীবিকাতেই আমাদের পূর্ণ সময় আমরা ব্যয় করে ফেলি। হে আল্লাহ পাক, তুমি তোমার এই গোনাহগার বান্দার পাপসমূহ মার্জনা করো, আমাকে সরল পথ দেখাও এবং ইসলামের জন্য কবুল করো, আমীন।
চুরি করি না, পারতাম -
ডাকাতি করি না, পারতাম -
ছিনতাই করি না, পারতাম -
চাঁদাবাজি করি না, পারতাম -
ভিক্ষা!
তাও করতে পারতাম।
কিন্তু
কষ্ট করে
মা-বাবা, স্ত্রী আর সন্তানের মুখে
এক মুঠো অন্ন তোলে দিই - - -
এটাই আমার সবচেয়ে শান্তি।
অসীম কষ্ট
তবুও
কতই না সুন্দর!
কতই না আনন্দের!!
কতই না সুখের!!!
রাসূলুল্লাহ(সাঃ) এরশাদ করেন, ‘কারো জন্য স্বহস্তের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য আর নেই। আর আল্লাহর নবী দাঊদ(আঃ) স্বহস্তে জীবিকা নির্বাহ করতেন’। (বুখারী, মিশকাতঃ২৭৫৯)
তিনি আরও বলেন, ‘তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও’। (ইবনু মাজাহ, মিশকাতঃ২৯৮৭, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়)
আবূ হুরায়রা(রাঃ) বলেন, ‘যেই সত্তার হাতে আবূ হুরায়রার প্রাণ, তার কসম! যদি আল্লাহর রাস্তায় জিহাদ, হজ্জ ও আমার মায়ের প্রতি সদ্ব্যবহারের ব্যাপারগুলো না থাকত, তাহ’লে আমি শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করতে পছন্দ করতাম’। (বুখারীঃ২৫৮৪; মুসলিমঃ৪৪১০)
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
_
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন