কেমন যাচ্ছে ঈদ তাদের?
লিখেছেন লিখেছেন হামজা ২৭ জুলাই, ২০১৪, ০৪:৫১:৩৩ রাত
কেমন যাচ্ছে ঈদ তাদের? যারা দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ Shopping complex Bashundhara city এর পাশে কাওরান বাজার এ একটা ছোট্ট টূকরির মাঝে বাঁকা ঈদের চাঁদের মত শুয়ে থাকে!!!
The same incidents happens in Bangladesh too, রুপসী বাংলায় সারাদিনের মানুষের ফেলে দেয়া ঝুটা খাবার গুলো জমিয়ে রাখা হয় পরদিন গরীব ফকিরদের মাঝে বিতরনের জন্যে এবং তারা হাসিমুখেই তা গ্রহন করে!! কেমন যাচ্ছে ঈদ তাদের?
একবার ঢাকা শহরের মেয়র কে প্রশ্ন করা হয়েছিল কেন ঢাকা শহর থেকে বড় Garbage গুলো কে বাইরে নিয়ে যাওয়া হছেনা He answered saying this-ওগুলো সরিয়ে নিলে ওখান থেকে যে গরিব বাচ্চাদের খাবার সরবরাহ করা হয় তা কোথা থেকে করা হবে।
এই যখন উম্মাহর অবস্থা তখন এই উম্মাহর টাকা থেকে বিমানবন্দরের নাম পরিবর্তনে ১৬০০ কোটি ব্যয় করা হয়। আর শতকোটি টাকার জাতীয় সংগীত!!! মানব পতাকা!!! আহ..
একদিন একজায়গায় পড়লাম, আফ্রিকার কিছু মুসলিম একজন শাইখকে প্রশ্ন করেছিল আমাদের সাহরী ইফতার করার মত তেমন কিছু থাকেনা আমাদের রোজা কবুল হবে কিনা....
পৃথিবীতে যখন প্রতিদিন ৩৫০ কোটি লোক একবেলা খাবার খায় যখন ৮০ কোটি লোক খালি পেটে ঘুমাতে যায় তখন আমাদের ৯০ মিনিটের আনন্দ, আর মুলত কিছু ব্রান্ড, কর্পোরেট দের ব্যাবসার জন্য ব্রাজিল বিশ্বকাপে ব্যায় হচ্ছে ১০৬৪০০ কোটি টাকা!!!!
আমরা কি চিন্তা করছি যে আমাদের এই সাময়িক আনন্দের সাথে কত মানুষের ক্ষুধার অভিশাপ লেগে আছে?
চিন্তা করছি কি? কত মানুষের ঘর হারানোর আর্তনাদ আমরা বয়ে বেরাচ্ছি?
এই মানুষগুলোর আর্তনাদ প্রকাশ করার জন্য,এই মানুষগুলোর পাশে দাঁড়াতে কবে আমরা জেগে উঠব এই অমানবিক CAPITALISM(পুজিবাদ) এর বিরুদ্ধে, যা এর শাসনব্যবস্থা কুফর গনতন্ত্র দিয়ে পৃথিবী শোষন করে চলেছে.......
সমস্যার কারন:
জীবনব্যবস্থা - কুফর পুঁজিবাদী
শাসনব্যবস্থা - কুফর গনতান্ত্রিক
সমাধান:
জীবনব্যবস্থা - ইসলাম
শাসনব্যবস্থা - খিলাফাহ
বিষয়: বিবিধ
২০৮৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন