ফিলিস্তিন মুক্ত হবে কিভাবে? একটি ছোট্ট ভাবনা:

লিখেছেন লিখেছেন হামজা ২০ জুলাই, ২০১৪, ০৩:৫৬:৩২ দুপুর



আসুন আমরা একটু ইসলামের ইতিহাসের মধ্যে ঢুঁ মেরে দেখি যে অতীতে ফিলিস্তিনকে কেমন করে লিবারেট করা হয়েছিলো। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায় যে ফিলিস্তিনকে মুসলমানরা মাত্র দুবার'ই মুক্ত করেছে। প্রথমবার হজরত ওমর ইবনুল খাত্তাবের (রা) খেলাফতের সময় এবং দ্বিতীয়বার আব্বাসি খিলাফতের সময় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সেনাপতিত্বে। দুবারই মুসলমানরা তাদের খিলাফত রাষ্ট্রের নেতৃত্বে ইসলামী সেনাবাহিনীর মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করেছে। এখনো ফিলিস্তিনকে মুক্ত করতে হলে ফিলিস্তিনের হারাম জাতীয়তাবাদী পতাকা ছুঁড়ে ফেলে, রাসূল (সঃ) এর সাদা কালো কালিমাখচিত পতাকা নিয়ে একটি প্রকৃত খিলাফত রাষ্ট্রের নেতৃত্বে ইসলামী সেনাবাহিনীর মাধ্যমেই মুক্ত হওয়ার আশা করা যায়।

আসুন তাকিয়ে দেখি একটু অতীতে…

১৯১৭ সালের কথা..

তখন তুরস্কে মুসলমাদের খলিফা আব্দুল হামীদ বর্তমান ছিলেন! কাফিররা ফিলিস্তিনে প্রবেশাধিকারের জন্যে এক চুক্তির বিনিময়ে মুসলিমদের আমীর খলিফা আব্দুল হামীদ কে অর্থ প্রলোভন দেখান।

তার জবাবে খলিফা আব্দুল হামীদ যা প্রতি উত্তর দিয়েছিল তার সারমর্ম নিম্নরূপ:-

“ফিলিস্তিন মুসলমানরা নিজেদের রক্তের বিনিময়ে অর্জন করেছে। এটা মুসলমানদের ভূমি যা কোন অবস্থাতেই বিক্রয়যোগ্য নয়। যেই ভূখন্ড মুসলমানরা জিহাদের বিনিময়ে স্বাধীন করেছে তার পুরো অংশ তো দূরের কথা এক বিঘত জমিও কোন কাফিরকে দেওয়ার অধিকার ও ক্ষমতা কারো নেই। আমি তরবারি দিয়ে আমার দেহের একাংশ বিচ্ছিন্ন করা ফেলতে পারি, কিন্তু মুসলমানদের ভূখন্ডের কোন অংশ বিচ্ছিন্ন করে কাউকে দিতে পারবো না। তোমরা ফিরে যাও। যদি কোনদিন এই খিলাফত ব্যবস্থা ভেঙ্গে যায় তাহলে তখন তোমরা বিনামূল্যেই ফিলিস্তিনকে দখল করে নিতে পারবে!”

আফসোস আজ পুরো মুসলিম জাতি ৫৭+ ভাগে বিভক্ত! প্রত্যেক দেশেই ১ জন করে প্রেসিডেন্ট/রাষ্ট্রপ্রধান/আমির/প্রধানমন্ত্রী রূপে ইহুদী খ্রিস্টানদের দালালরা শাষন ও শোষণ করেই চলছে! জানিনা কবে সেই খিলাফত ব্যবস্থা / ইসলামী জীবন ব্যবস্থা আবার ফিরে আসবে! তবে এতোটুকু বলা যায় ইনশাল্লাহ সেই দিন আর বেশি দুরে নয় …

ফিলিস্তিনের সমর্থনে আমরা যে যাই করি না কেন বা যেটা করেই আমাদের তৃপ্তি আসুক না কেন আমাদের উচিত হবে ফিলিস্তিন সহ পৃথিবীর সর্বত্র মুসলমানরা যেখানেই নির্যাতিত হচ্ছেন তাদের সবার জন্যই ইসলামের প্রকৃত এবং পার্মানেন্ট সল্যুশনটা যে খিলাফাহ সেটা অন্তত তুলে ধরা। অন্তত এ কাজটা তো আমরা করতেই পারি।

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246432
২০ জুলাই ২০১৪ রাত ১০:০৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কথা ঠিক বলেছেন কিন্তু বর্তমানে সাংগঠনিক নেতা পাওয়া যায় না।
246502
২০ জুলাই ২০১৪ রাত ১১:২৯
ঈগল লিখেছেন : এই চেষ্টা করতেই হবে।
246616
২১ জুলাই ২০১৪ সকাল ০৬:২০
কথার_খই লিখেছেন : আপনার লেখাটি পড়ে ভাল লেগেছে
২১ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৩
191543
হামজা লিখেছেন : জাজাকাল্লাহ খাইর।
247161
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
দিশারি লিখেছেন : অনেক ভাল লাগলো ।
247177
২২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১১
হামজা লিখেছেন : জাজাকাল্লাহ খাইর।
247637
২৩ জুলাই ২০১৪ রাত ১০:১৮
সবুজেরসিড়ি লিখেছেন : আমাদের মধ্যে নেতার খুব অভাব বর্তমান সময়ে । একজন নেতা আমাদের খুব দরকার যে কিনা আমাদের সবাই কে একত্রে করতে পারে . . .
247654
২৩ জুলাই ২০১৪ রাত ১১:৪৪
হামজা লিখেছেন : একমত... জাজাকাল্লাহ খাইর।
248847
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:০৪
মুিজব িবন আদম লিখেছেন : অতিথি পরায়ন মুসলিমরা উদ্বাস্তুদের জায়গা দিয়েছিল। আর সেই উদ্বাস্তুরাই গৃহস্তদের বিতারিত করল। মুসলিম বদান্যতার প্রতিদান হলো হাজার মানুষের রক্ত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File