ধিক্কার
লিখেছেন লিখেছেন এস এস মারজান ২৬ এপ্রিল, ২০১৫, ০৯:২৩:৩০ রাত
আজ দুপুরে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে পড়তে গেলাম । পড়ার আসন অর্থাৎ চেয়ার একটাও খালি নেই । যাক ভালো কথা , মানুষ লাইব্রেরীর কদর করতে শিখেছে , ভালো লাগলো । আমি ভালো লাগা বুকে নিয়ে জানালার পাশে দাড়িয়ে বই নাড়ছিলাম । একটু পর দেখলাম কিছু পাঠা আর ছাগল পাবলিক লাইব্রেরীর মতো পবিত্র জায়গায় বেহায়াপানা (প্রেম) করছে । মেজাজটা খারাপ হলো । মানুষ পড়তে পারছেনা , দাড়িয়ে আছে , আর তারা ঢাকার শহরে এত জায়গা থাকতে এখানে এসে পাঠকদের পাঠে বিঘ্ন সৃষ্টি করছে । যার কারনে ওদেরকে মানুষ থেকে ধিক্কার স্বরুপ পাঠা আর ছাগল উপাধি দেয়া হলো ।
(বিঃদ্রঃ প্রেম বেহায়াপানা নয় , প্রেম সর্বত্র পবিত্র । এখানে প্রতিকী অর্থে ব্যবহৃত হয়েছে )
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন