মডার্ণ ছেলে
লিখেছেন লিখেছেন এস এস মারজান ২৮ অক্টোবর, ২০১৪, ০৯:১৬:৩৩ রাত
অপ্রিয় প্রসঙ্গঃ ০২
আমাদের দেশের কিছু ছেলেরা অদ্ভুত কিছু আচরন / সাজ সজ্জা করে । এদের বয়স ১৫ - ২৫ বছর । কেন যে এই অদ্ভুত আচরন / সাজ সজ্জা তারা করে চেষ্টা করেও তার ঊত্তর জানতে বা বুঝতে পারিনি ।
প্রায়শই তাদের দেখা যায় গার্লস স্কুল / কোচিং সেন্টারের আশে পাশে আড্ডা দেয় , অর্ধ পোষাক পরা অবস্হায় । অনেকে কান ছিদ্র করে তাতে দুল ঝুলিয়েছে । চুলের সামনের দিকটা হাঁসের লেজের মত । আবার কারো কানের পাশটাতে চুল নেই । মাথার মাঝে চুল গুলো ঝাউ গাছের মত ।হাতে অনেক গুলো চুরির মত কি যেন দেখা যায় । অনেকের হাতে এক গোছা লাল সুতা বাধা থাকে । কথা বলার সময় কিছু ভূলভাল ইংরেজী এবং তার সাথে কিছু হিন্দির মিশ্রণ । কোন মেয়ে যখন সামনে দিয়ে হেটে যায় অযথাই অশ্লীল হাহাকার শুরু করে । এক পর্যায়ে কোন কাজ না থাকলে সংঘবদ্ধ হয়ে ধুমপান করে । ইভটিজিং করে নিজেকে গর্বিত মনে করে ।
কেনরে ভাই এসব অদ্ভুত কাজ ? মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ?
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদের নিয়ে তো সুন্দরী প্রতিযোগিতা করা উচিত।
দেখলে মনে হয় কানের উপর দেয় একটা থাপ্পড়।
মন্তব্য করতে লগইন করুন