মডার্ণ ছেলে

লিখেছেন লিখেছেন এস এস মারজান ২৮ অক্টোবর, ২০১৪, ০৯:১৬:৩৩ রাত

অপ্রিয় প্রসঙ্গঃ ০২

আমাদের দেশের কিছু ছেলেরা অদ্ভুত কিছু আচরন / সাজ সজ্জা করে । এদের বয়স ১৫ - ২৫ বছর । কেন যে এই অদ্ভুত আচরন / সাজ সজ্জা তারা করে চেষ্টা করেও তার ঊত্তর জানতে বা বুঝতে পারিনি ।

প্রায়শই তাদের দেখা যায় গার্লস স্কুল / কোচিং সেন্টারের আশে পাশে আড্ডা দেয় , অর্ধ পোষাক পরা অবস্হায় । অনেকে কান ছিদ্র করে তাতে দুল ঝুলিয়েছে । চুলের সামনের দিকটা হাঁসের লেজের মত । আবার কারো কানের পাশটাতে চুল নেই । মাথার মাঝে চুল গুলো ঝাউ গাছের মত ।হাতে অনেক গুলো চুরির মত কি যেন দেখা যায় । অনেকের হাতে এক গোছা লাল সুতা বাধা থাকে । কথা বলার সময় কিছু ভূলভাল ইংরেজী এবং তার সাথে কিছু হিন্দির মিশ্রণ । কোন মেয়ে যখন সামনে দিয়ে হেটে যায় অযথাই অশ্লীল হাহাকার শুরু করে । এক পর্যায়ে কোন কাজ না থাকলে সংঘবদ্ধ হয়ে ধুমপান করে । ইভটিজিং করে নিজেকে গর্বিত মনে করে ।

কেনরে ভাই এসব অদ্ভুত কাজ ? মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ?

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279058
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২২
আফরা লিখেছেন : না ভাইয়া এটা বাদরামী ।
279082
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৪
নিরবে লিখেছেন : র‍্যাম্প করে...
এদের নিয়ে তো সুন্দরী প্রতিযোগিতা করা উচিত। Winking
দেখলে মনে হয় কানের উপর দেয় একটা থাপ্পড়।
279087
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
অনেক পথ বাকি লিখেছেন : পৃথিবীটা এত সুন্দরভাবে চলার জন্য আল্লাহ সৃষ্টি করেননি। তারা খারাপ বলেই আমি আপনি নিজেকে ভালো বলতে পারি। এসব থাকবে এবং থাকতেই হবে নইলে কেয়ামত তো হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File