জীবন ১

লিখেছেন লিখেছেন এস এস মারজান ২৫ অক্টোবর, ২০১৪, ১১:৪৪:১৩ রাত

জীবন মানেই যুদ্ধ । জীবনের প্রতিটি সম্ভাবনার দ্বার যেন একেকটি যুদ্ধ ক্ষেত্র । প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি চলতে থাকে জীবন যুদ্ধ । সে যুদ্ধ ক্ষেত্রে কখনও দেখা দেয় সফলতার স্বপ্নের ঝিলিক আবার কখনও বা হতাশার দুঃস্বপ্ন ।

মাঝে মাঝে আমি ভেঙ্গে পড়ি এই বুঝি আমি হেরে যাচ্ছি । আবার কোন এক স্বপ্নের মোহে আমি আত্নবিশ্বাস ফিরে পাই অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে ।

মাঝে মাঝে প্রশ্ন জাগে , জীবনের এই যুদ্ধে শুধুই কি হতাশা ? না , সফলতার ছোয়া একটু হলেও আছে । সুতরাং জীবনের যুদ্ধটা লড়াকু সৈনিকের মত চালিয়ে যাওয়া উচিত ।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278202
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৮
মোস্তফা সোহলে লিখেছেন : আসলেই জীবন মানেই যুদ্ধ
278442
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৬
আফরা লিখেছেন : জীবন মানেই যুদ্ধ ।কখনো জয়ী হওয়া কখনো হেরে যাওয়া ।তবু জীবন থেমে থাকে না যুদ্ধটা চালিয়েই যেতে হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File