চারিদিকে খারাপের জয়জয়কার

লিখেছেন লিখেছেন এস এস মারজান ১৪ অক্টোবর, ২০১৪, ১১:০৪:৩৪ রাত

পত্রিকার একটা নিউজের হেডলাইন "অপরাধের সর্বদলীয় ঐক্যজোট "।

সব দলের নেতারা দল মত নির্বিশেষে অপরাধের সুবিধার্থে এক কাতারে শামিল হয়েছেন । কাধে কাধ মিলিয়েছেন , হাতে হাত রেখেছেন । একে অপরের পাশে আছেন আর গড়েছেন অপরাধের সম্রাজ্য ।

যদি এমন হতো সমাজের কল্যাণে , মানুষের কল্যাণে দল মত নির্বিশেষে সর্বদলীয় জোট । তাহলে হয়তো দেশে একটু হলেও পরিবর্তন আসত ।

ডিজে পার্টি , সুন্দরী প্রতিযোগিতা , উগ্র নাচ- গান , অশ্লীল অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠান গুলো আর্থিক সহযোগিতা করতে অতি উৎসাহী । যার ফলে প্রতিনিয়ত সমাজের নৈতিকতার অবক্ষয় হচ্ছে ।

আমাদের সমাজে কি অদৌ কোন ইতিবাচক পরিবর্তন আসবে ? ভাল কাজে মানুষ কি কখনও এক কাতারে শামিল হবে ? খারাপের জয় যাত্রা কখনও কি একটু সময়ের জন্যও থামানো যাবেনা ?

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274456
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:২০
ভিশু লিখেছেন : জনগণ তো ভালো চায়, ভালো হতে এবং থাকতেও চায়। এই স্বৈরাচারী সরকার হলো অভিশপ্ত শয়তান-বান্ধব। জনগণের দিকে শুধু আওয়ামী পুলিশ-র‍্যাবের বন্দুক তাক করে রেখে দেশ শোষণ করে চলেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো গণতান্ত্রিক তো নয়-ই, সামরিক সরকারও এতো গণবিচ্ছিন্ন-মারমুখো ছিল না। এমনিই তো আর সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ্জ শেখ হাসিনাকে এ যুগের হিটলার বলে না।
274460
১৪ অক্টোবর ২০১৪ রাত ১১:২৬
এবেলা ওবেলা লিখেছেন : tate apnar ki? apni khali nije kivabe suhe thakben ei nie ki vabha uchit noi apnar? Music Music
274477
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:১৭
শেখের পোলা লিখেছেন : হবে, যেদিন আমরা পাপমুক্ত হব৷
274522
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪১
বুড়া মিয়া লিখেছেন : আপনার হাত-পা ভেঙ্গে না দিলে কিভাবে আপনি আমার উপর নির্ভরশীল হবেন? আর আপনি যদি আমার উপর নির্ভরশীল না হোন – তবে আমি কাকে নিয়ে ব্যবসা করবো? বিদেশিরাই ব্যবসা করে এ দেশের মানুষ নিয়ে আর এ দেশের মানুষকে একইসাথে গোলাম হিসেবেও ব্যবহার করে নিজেদের কাজে।

মানুষ আহ্লাদিত বিদেশি কোম্পানীতে চাকরী করে, ওরা আমাদেরকে দিয়েই আমাদের হাত পা ভাঙ্গে, আমাদের দেশিয় ভাই বোনেরাই আমাদের মারে ...
274686
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

274719
১৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২১
আফরা লিখেছেন : না যাবে না আমারা তি দিনে দিনে আর ও খারাপের দিকেই যাচ্ছি ।
276037
১৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৯
ইবনে আহমাদ লিখেছেন : আমি মনে করি এখনো আমাদের সমাজে ভাল মানুষ বা ভাল গুনের মানুষ বেশী। সমস্যা হল - পরিচালক।
সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে তারা ততই খারাপ,নিকৃষ্ঠ। তাই মনে হচ্ছে সমাজটা এরকমই। এদের পরিবর্তন হলে দেখবেন ভাল মানুষের সংখ্যাটা বেড়ে গেছে।
281445
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১০
উদাস পথিক লিখেছেন : পিলাচ
281965
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ Rose
১০
288079
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
১১
317033
২৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
এস এস মারজান লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File