চারিদিকে খারাপের জয়জয়কার
লিখেছেন লিখেছেন এস এস মারজান ১৪ অক্টোবর, ২০১৪, ১১:০৪:৩৪ রাত
পত্রিকার একটা নিউজের হেডলাইন "অপরাধের সর্বদলীয় ঐক্যজোট "।
সব দলের নেতারা দল মত নির্বিশেষে অপরাধের সুবিধার্থে এক কাতারে শামিল হয়েছেন । কাধে কাধ মিলিয়েছেন , হাতে হাত রেখেছেন । একে অপরের পাশে আছেন আর গড়েছেন অপরাধের সম্রাজ্য ।
যদি এমন হতো সমাজের কল্যাণে , মানুষের কল্যাণে দল মত নির্বিশেষে সর্বদলীয় জোট । তাহলে হয়তো দেশে একটু হলেও পরিবর্তন আসত ।
ডিজে পার্টি , সুন্দরী প্রতিযোগিতা , উগ্র নাচ- গান , অশ্লীল অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠান গুলো আর্থিক সহযোগিতা করতে অতি উৎসাহী । যার ফলে প্রতিনিয়ত সমাজের নৈতিকতার অবক্ষয় হচ্ছে ।
আমাদের সমাজে কি অদৌ কোন ইতিবাচক পরিবর্তন আসবে ? ভাল কাজে মানুষ কি কখনও এক কাতারে শামিল হবে ? খারাপের জয় যাত্রা কখনও কি একটু সময়ের জন্যও থামানো যাবেনা ?
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ আহ্লাদিত বিদেশি কোম্পানীতে চাকরী করে, ওরা আমাদেরকে দিয়েই আমাদের হাত পা ভাঙ্গে, আমাদের দেশিয় ভাই বোনেরাই আমাদের মারে ...
যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে তারা ততই খারাপ,নিকৃষ্ঠ। তাই মনে হচ্ছে সমাজটা এরকমই। এদের পরিবর্তন হলে দেখবেন ভাল মানুষের সংখ্যাটা বেড়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন