হবু মায়ের ঈদের পোশাক
লিখেছেন লিখেছেন মহিলা কর্ণার ১৮ জুলাই, ২০১৪, ০৮:০৯:৪৫ রাত
দ্রুত এগিয়ে আসছে ঈদ। আর ঈদ মানেই নতুন পোশাক, সাজসজ্জা ও আনন্দ। তবে বরাবরের মতই ঈদের সময়ে বিপদে পড়েন হবু মায়েরা। বিশেষ করে যাদের ডেলিভারি ডেট অনেক নিকটে, তারা বিব্রত হন সবচাইতে বেশি। একে তো ওজন বেড়ে গিয়েছে অনেক, দ্বিতীয়ত পোশাক আরামদায়ক না হলে অস্বস্তি হয় খুব। এমন পরিস্থিতিতে কী করবেন? হবু মা করবেন না ঈদের ফ্যাশন?
করবেন না কেন? বরং হবু মা-ই করবেন সবচাইতে বেশি আনন্দ। একে তো ঈদ, তারওপরে সংসারে আসছে নতুন অতিথি। হবু মায়ের ঈদ তাই হওয়া চাই ষোল আনা ভরপুর। প্রশ্ন হচ্ছে, কেমন পোশাক বেছে নেবেন হবু মায়েরা? জেনে নিন কিছু জরুরী টিপস।
-শাড়ি টাইপের পোশাক এড়িয়ে যান। এমন অবস্থায় জমকালো শাড়ি সবচাইতে বেশি অস্বস্তি তৈরি করবে।
-বেছে নিন সালোয়ার কামিজ বা মেয়েদের জন্য তৈরি বিশেষ মিডি। এতে চলাফেরায় আরাম হবে আবার আপনি থাকবেন নিরাপদ।
-এই সুযোগে নিজের জন্য কিছু দারুণ ম্যাক্সি কিনে ফেলুন, পরেও কাজে আসবে। ঈদের সকালে ম্যাক্সিতাই পরুন।
-সালোয়ারের ক্ষেত্রে চুড়িদার একদম বাদ দিন। দিভাইডার ধরণের সালোয়ার পরে আরাম পাবেন।
-ফ্যাব্রিকের ক্ষেত্রে সুতিটাকেই প্রাধান্য দিন। গরমে আরাম হবে।
-ঢোলা প্যান্ট বা স্কারটের সাথে ফতুয়াও হতে পারে ফ্যাশনেবল।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন