সমকাম বা পায়ুগমন-১ম পর্ব

লিখেছেন লিখেছেন ইসলামেরআলো ০৪ আগস্ট, ২০১৪, ১০:৪০:৪৩ রাত

শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুনাময় অসীম দয়ালু।



সমকাম বা পায়ুগমন বলতে পুরুষে পুরুষে একে অপরের মলদ্বার ব্যবহারের মাধ্যমে

নিজ যৌন উত্তেজনা নিবারণ করাকেই বুঝানো হয়। সমকাম একটি মারাত্মক গুনাহর কাজ। যার ভয়াবহতা কুফরের পরই। হত্যার চাইতেও মারাত্মক। বিশ্বে সর্বপ্রথম লূত্ব (আঃ) এর সম্প্রদায় এ কাজে লিপ্ত হয় এবং আল্লাহ তা’আলা তাদেরকে এমন শাস্তি প্রদান করেন যা ইতিপূর্বে কাউকে প্রদান করেননি ।তিনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। তাদের ঘরবাড়ি তাদের উপরই উল্টিয়ে দিয়ে ভূমিতে তলিয়ে দিয়েছেন। অতঃপর আকাশ থেকে পাথর বর্ষন করেছেন। আল্লাহ তা’আলা বলেনঃ

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَالَمِينَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاءِ ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

“অর্থাৎ আর আমি লূত (আঃ) কে নবুওয়াত দিয়ে পাঠিয়েছি। যিনি তাঁর সম্প্রদায়কে বললেন: তোমরা কি এমন মারাত্মক অশ্লীল কাজ করছো যা ইতিপূর্বে বিশ্বের আর কেউ করেনি। তোমরা স্ত্রীলোকদেরকে বাদ দিয়ে পুরুষ কর্তৃক যৌন উত্তেজনা নিবারণ করছো। প্রকৃতপক্ষে তোমরা হচ্ছো সীমালংঘনকারী সম্প্রদায়।(আ’রাফ:৮০-৮১)

আল্লাহ তা’আলা উক্ত কাজকে অত্যন্ত নোংরা কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেনঃ

وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَت تَّعْمَلُ الْخَبَائِثَ ۗ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ

অর্থাৎ আর আমি লূত্ব (আঃ) কে জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছি এবং তাঁকে উদ্ধার করেছি এমন জনপথ থেকে যারা নোংরা কাজ করতো। মূলতঃ তারা ছিলো নিকৃষ্ট প্রকৃতির ফাসিক সম্প্রদায়”। (আম্বিয়াঃ৭৪)

আল্লাহ তা’আলা অন্য আয়াতে সমকামীদেরকে যালিম বলেই আখ্যায়িত করেছেন। তিনি বলেনঃ

قَالُوا إِنَّا مُهْلِكُو أَهْلِ هَٰذِهِ الْقَرْيَةِ ۖ إِنَّ أَهْلَهَا كَانُوا ظَالِمِينَ

“ অর্থাৎ ফেরেশতারা ইব্রাহীম (আঃ) কে বললেনঃ আমরা এ জনপদবাসীদেরকে ধ্বংস করে দেবো। এর অধিবাসীরা নিশ্চই জালিম”।(আনকাবূতঃ ৩১)

লূত্ব (আঃ) এদেরকে বিশৃঙ্খল জাতি হিসেবে উল্লেখ করেন।

আল্লাহ তা’আলা বলেনঃ

قَالَ رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

অর্থাৎ লূত (আঃ) বললেনঃ হে আমার প্রভূ! আপনি আমাকে এ বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন”। (আনকাবুতঃ৩০)

ইব্রাহীম (আঃ) তাদের ক্ষমার জন্য জোর সুপারিশ করলেও তা শুনা হয়নি। বরং তাকে বলা হয়েছেঃ



يَا إِبْرَاهِيمُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۖ إِنَّهُ قَدْ جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَإِنَّهُمْ آتِيهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُودٍ


হে ইব্রাহীম! এ ব্যাপারে আর একটি কথাও বলো না। (তাদের ধ্বংসের ব্যাপারে) তোমার প্রভুর ফরমান এসে গেছে এবং তাদের উপর এমন এক শাস্তি আসেছে যা কিছুতেই টলবার মতো নয়”। (হূদঃ ৭৬)

যখন তাদের শাস্তি নিশ্চিত হয়ে গেলো এবং তা ভোরে ভোরেই আসবে বলে লূত্ব (আঃ) কে জানিয়ে দেওয়া হলো তখন তিনি তা দেরী হয়ে যাচ্ছে বলে আপত্তি জানালে তাকে বলা হলোঃ

أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ

অর্থাৎ সকাল কি অতি নিকটেই নয়! কিংবা সকাল হতে কি এতই দেরী?। (হূদঃ ৮১)

আল্লাহ তা’আলা লূত্ব (আঃ) এর সম্প্রদায়ের শাস্তির ব্যাপারে বলেনঃ

فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍمُّسَوَّمَةً عِندَ رَبِّكَ ۖ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ

“ অতঃপর যখন আমার ফরমান জারি হলো তখন ভূ-খন্ডটির উপরিভাগকে নিচু করে দিলাম এবং ওর উপর ঝামা পাথর বর্ষণ করতে লাগলাম, যা ছিলো একাধারে এবং যা বিশেষভাবে চিহ্নিত ছিলো তোমার প্রভূর ভান্ডারে। আর উক্ত জনপদটি এ যালিমদের থেকে বেশি দূরে নয়”(হূদঃ ৮২-৮৩)

আল্লাহ তা’আলা অন্য আয়াতে বলেনঃ

فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَفَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍإِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَوَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍإِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ

অতঃপর তাদেরকে সূর্যোদয়ের সময়ই এক বিকট আওয়াজ পাকড়াও করলো। এরপরই আমি জনপদটিকে উল্টিয়ে উপর নিচ করে দিলাম এবং তাদের উপর ঝামা পাথর বর্ষণ কলাম। অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণশক্তি সম্পন্ন ব্যক্তির জন্য। আর উক্ত জনপদটি (উহার ধ্বংস স্তূপ) স্থায়ী (বহু প্রাচীন) লোক চলাচলের পথি পার্শ্বেই এখনও বিদ্যমান। অবশ্যই এতে রয়েছে মুমিনদের জন্য নিশ্চিত নিদর্শন”।(হিজরঃ ৭৩-৭৭)

আল্লাহ তা’আলা ও তদীয় রাসূল (ছাঃ) সমকামীদেরকে তিন তিন বার লা’নত দিয়েছেন যা অন্য কারোর ব্যাপারে দেননি। আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) থেকে বর্নিত তিনি বলেনঃ রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ

لعَنَ الّلهُ مَن عَمِلَ عَمَلَ قَومِلُوطٍ، لَعَنَ اللَّهُ مَن عَمِلَ عَمَلَ قَومِلُوطٍ، لَعَنَ اللَّهُ مَن عَمَلَ قَومِ لُوطٍ



“ আল্লাহ তা’আলা সমকামীকে লা’নত করেন। আল্লাহ তা’আলা সমকামীকে লা’নত করেন। আল্লাহ তা’আলা সমকামীকে লা’নত করেন।
(আহমাদঃ ২৯১৫, বায়হাক্বীঃ৭৩৩৭)

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিত তিনি বলেনঃ রাসূল (ছাঃ) ইরশাদ করেনঃ

مَلعُونٌ مَن عَمِلَ عَمَلَ قَومِ لُوطٍ،مَلعُونٌ مَن عَمِلَ عَمَلَ قَومِ لُوطٍ،مَلعُونٌ مَن عَمِلَ عَمَلَ قَومِ لُوطٍ،

সমকামীরাই অভিশপ্ত। সমকামীরাই অভিশপ্ত। সমকামীরাই অভিশপ্ত”। (সহীহুত তারগীবি ওয়াত- তারহীব, হাদীসঃ ২৪৪২)

বর্তমান যুগে সমকামের বহুল প্রচার ও প্রসারের কথা কানে আসতেই রাসূল (ছাঃ) এর সে ভবিষ্যদ্বণীর কথা স্মরণে এসে যায় যাতে তিনি বলেনঃ



لَوأَنَّ لُوطِيًّا اغتَسَلَ بِكُلِّ قَطرَةٍمِّنَ السَّمَاءِلَقِيَ اللَّهَ غَيرَ طاَهِرٍ



আমার উম্মাতের উপর সমকামেরই বেশি আশঙ্কা করছি”। (তিরমিজীঃ১৪৫৭; ইবনে মাজাহ ,২৬১১)

ফুযাইল ইবনু ইয়ায (রাঃ) বলেনঃ

“ কোন সমকামী ব্যক্তি আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করলেও সে আল্লাহ তা’আলার সাথে অপবিত্রাবস্থায় সাক্ষাৎ করবে”।(দূরী/যম্মুললিওয়াত্বঃ১৪২।

সূত্রঃ islamicsheba.com

বিষয়: বিবিধ

১৮৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250976
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
সত্যলিখন লিখেছেন : [img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/sottolikhon/1407170418.jpg[/img

" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজসাধ্য করে দেন৷
এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন৷ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন৷ "
সুরা তালাক ৪-৫

শিক্ষা হলোঃ

এই উপদেশটি যদিও সবার জন্য এবং মানবজীবনের সব পরিস্থিতিতেই তা প্রযোজ্য । মুসলমানদের এ মর্মে সতর্ক করা হয়েছে আল্লাহ করানে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতে গিয়ে দায়িত্বের যত বড় বোঝাই আমাদের ওপর াসুক না কেন আল্লাহর ভয় মনে রেখে সর্বাবস্থায় তা মেনে চলতে হবে ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন, আমাদের গোনাহ মাফ করবেন এবং আমাদেরকে বড় পুরস্কার দান করবেন ।
আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেসমূহ পালনের উদ্দেশ্যে যে বোঝা বহন করা হবে আল্লাহর প্রতিশ্রুতি হলো, তিনি মেহেরবানী করে সে বোঝা হাল্কা করে দেবেন এবং তার বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন, যা দুনিয়ায় বহনকৃত এই ক্ষুদ্র বোঝার তুলনায় অনেক অনেক বেশী মুল্যবান হবে ।

250983
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো। অনেক কিছু শিখতে পারলাম।
250984
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
একাকী মানুষ লিখেছেন : নাউযুবিল্লাহ ।এও কি সম্ভম ।জীবনে পেত্থম বার হুনলাম ।ইতা আমারে কিতা হুনায়লেন ।
250985
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:০১
দ্য স্লেভ লিখেছেন : তাদের উপর আল্লাহর লানত
250986
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:০৫
চিরবিদ্রোহী লিখেছেন : সুন্দর ও উপকারী আলোচনা, জাযাকাল্লাহ খইর
251012
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:১০
টাংসু ফকীর লিখেছেন : হে আল্লাহ যারা এইরূপ গুনাহ করে (সমকামী) তাদেরকে তুমি দুনিয়াতে এবং আখেরাতে এমন শাস্তি প্রদান কর যাতে দুনিয়ার সমস্ত মানুষ তাদের দেখে শিক্ষা নিতে পারে৤

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File