প্রশ্নঃ (১৮৯) যে ব্যক্তি ফজরের ছালাত বিলম্ব করে আদায় করে, এমনকি তার সময় পার হয়ে যায়। তার বিধান কি?

লিখেছেন লিখেছেন ইসলামেরআলো ০১ আগস্ট, ২০১৪, ০৫:৫১:৫৮ বিকাল

প্রবন্ধটি পড়া হলে শেয়ার করতে ভুলবেন না।

শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।



উত্তরঃ যারা ফজর ছালাত বিলম্ব করে আদায় করে এমনকি তার সময় পার হয়ে যায়- যদি বিশ্বাস করে যে, এরূপ করা বৈধ, তবে তা আল্লাহ্‌র সাথে কুফরী হল। কেননা বিনা কারণে ছালাতের নির্দিষ্ট সময় অতিবাহিত করা হালাল বা জায়েয, যে ব্যক্তি একথা অন্তর থেকে বিশ্বাস করবে সে কাফের। এই কারণে যে, সে কুরআন, সুন্নাহ্‌ ও মুসলমানদের ইজমার বিরোধীতা করেছে।

কিন্তু যদি তা হালাল না ভেবে বিশ্বাস করে যে, দেরী করে ছালাত আদায় করলে গোনাহ্‌গার হতে হবে। তারপরও প্রবৃত্তির তাড়নায় বা ঘুমের কারণে ইচ্ছাকৃতভাবে সময় পার করে দেয়। তবে সে সাধারণ পাপী বলে গণ্য হবে। তাকে আল্লাহ্‌র কাছে তওবা করতে হবে। অন্যায় থেকে বিরত হতে হবে। বড় বড় কাফেরের জন্যও তওবার দরজা উন্মুক্ত।

আল্লাহ্‌ বলেন,

]قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ[

“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্‌ সমস্ত গোনাহ্‌ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, অতিব দয়ালু।” (সূরা যুমার- ৫৩)

এদের ব্যাপারে যারা জানবে তারা তাদেরকে নসীহত করবে, তাদেরকে কল্যাণের নির্দেশ দিবে। যদি তারা তওবা না করে, তবে তাদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নালিশ করতে হবে। যাতে করে তারা যিম্মামুক্ত হতে পারে। আর কর্তৃপক্ষও তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে সংশোধন করতে পারে।

বইঃ ফতোয়া আরকানুল থেকে নেয়া।

সূত্রঃ islamicsheba.com

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249926
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
249930
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
০২ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৬
194348
ইসলামেরআলো লিখেছেন : লিখেছেন : ভাই আপনাকে আমি ফজর নামাজ সম্পর্কে একটি অডিও বক্তব্যের লিংক দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে শুনলে আশা করি আপনি উপকৃত হবেন। লিংকঃhttp://islamicsheba.com/archives/29
249943
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো ভাল লেখা ।
249945
০১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
249963
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
আবু সাইফ লিখেছেন : বলেছেন-
এদের ব্যাপারে যারা জানবে তারা তাদেরকে নসীহত করবে, তাদেরকে কল্যাণের নির্দেশ দিবে। যদি তারা তওবা না করে, তবে তাদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নালিশ করতে হবে। যাতে করে তারা যিম্মামুক্ত হতে পারে। আর কর্তৃপক্ষও তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে সংশোধন করতে পারে।



সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
এটি কে বা কারা?? ব্যাখ্যা প্রয়োজন!

যারা মিশরে সিসিকে বিলিয়ন বিলিয়ন ডলার দিলো নামাজীদের মারতে- তেমন কেউ নয়তো???

তোমরা কি হাজীদের পানি পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে এমন ব্যক্তিদের কাজের সমান মনে করে নিয়েছ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি এবং সংগ্রাম -সাধনা করেছে আল্লাহর পথে? সুরা তাওবাহ-আয়াত ১৯


আফশোষ!! এ আয়াত এবং তার উপর কর্তব্য সম্পর্কে ফতোয়া দেয়ার মত শাইখ/মুফতীর বড্ড অভাব!!
249967
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৪০
আবু সাইফ লিখেছেন :
এ আয়াতদুটোর ভিত্তিতে কর্তব্য কি কি এবং সেগুলো পালন না লরলে তার বিধান কী তার ফতোয়া-ও কোন শাইখকে মাথা উঁচু করে বলতে শুনিনা!!


.

فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ ۚ وَمَن يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

৭৪)আল্লাহর পথে তাদের লড়াই করা উচিত যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিকিয়ে দেয়৷ তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে তাকে নিশ্চয়ই আমি মহাপুরস্কার দান করবো৷


দরবারী উলামাদের অবস্থা দেখে আফশোষ হয়!!

গাজার বর্তমান অবস্থাতেও তাঁদের কন্ঠ উচ্চকিত হয়না!!


وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
৭৫) তোমাদের কী হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতীত হচ্ছে ? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব ! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোন বন্ধু , অভিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File